DC vs MI: "সবার সময় আসে....",বিশ্বের নাম্বার ওয়ান বোলার বুমরাহকে পিটিয়ে ছাতু করুণ নায়ারের, হলো সোশ্যাল মিডিয়ায় চর্চা !! 1

IPL 2025: জমজমাট হয়ে উঠেছে আইপিএলের প্রতিটি মূহুর্ত‌। মুম্বাই ইন্ডিয়ান্স আজ গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ইনিংসে ২০৬ রানের লক্ষ্যমাত্রা দেয়। তিলক বর্মার ব্যাট থেকে এসেছিল দুরন্ত অর্ধশতরান। এই রান তাড়া করতে নেমে আবারও ব্যর্থ হন ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তবে অভিষেক পোরেলের সঙ্গে করুণ নায়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন।

Read More: IPL 2025: সল্ট-কোহলির যুগলবন্দীতে সহজ হয় বেঙ্গালুরুর, জয়পুরে মুখ থুবড়ে পড়লো রাজস্থান !!

দীর্ঘ ৭ বছর পর তিনি আবার আইপিএলের মঞ্চে ২২ বলে অর্ধশতরান করে দুরন্ত কামব্যাক করে নিজেকে প্রমাণ করেন। করুণ নায়ারের ব্যাট থেকে আসে ৪০ বলে ৮৯ রান। বীরেন্দ্র শেহবাগের পর জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ রান করার রেকর্ড আছে নায়ারের। কিন্তু দীর্ঘদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না তিনি। আজ এই তারকা ব্যাটসম্যানের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরা। একজন ক্রিকেটার ভক্ত মিম বানিয়ে করুণ নায়ারের মুখে কথা বসিয়ে লিখেছেন, “রাজনীতির জন্য আমি জাতীয় দলের বাইরে। না হলে কবে তোমাদের হিটম্যান এবং কিংকে অন্ধকারে ঢেকে দিতাম।”

ক্রিকেট করুণ নায়ারকে আবার সুযোগ দিলো। “অন্ধকারের পর আলো আসে”, বলে উচ্ছাস প্রকাশ করছেন সমর্থকরা। আজ জসপ্রীত বুমরাহের মতো তারকা বোলারকেও ছাড়েননি তিনি। একের পর এক বাউন্ডারি মেরে বিপক্ষদের তাক লাগিয়ে দিয়েছিলেন। মাঠের মধ্যে জসপ্রীত বুমরাহ এবং করুণ নায়ার বাকবিতণ্ডার মধ্যেও জড়িয়ে পড়েন। একজন ভক্ত লিখেছেন, “বুমরাহের মতো বোলারের ধৈর্য্য ভেঙে ফেলার ক্ষমতা রাখেন নায়ার।”

করুণ নায়ারকে নিয়ে ট্যুইট চিত্র-

Read Also: IPL 2025: “সুযোগ নষ্ট করলো…” বেঙ্গালুরুর বিপক্ষে ১৭৩-এ থামলো রাজস্থান, ‘যথেষ্ট নয়’ বলছে নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *