একসময় কারিনা কাপুরের প্রেমে অন্ধ ছিলেন এই ভারতীয় খেলোয়াড়! 1

 

বলিউড নায়িকা আর ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক অনেক পুরানো। ইতিহাসে এই ভুবনের তারকাদের প্রেম ও বিয়ের অনেক ঘটনা আছে। যেমন, বর্তমানে চলছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তারকা আনুশকা শর্মার প্রেম পর্ব। এবার পাওয়া গেল আরেক ভারতীয় ক্রিকেটারের বলিউড নায়িকা প্রীতির খবর। বর্তমানে ফর্মে থাকা এই ক্রিকেটারের নাম শিখর ধাওয়ান। ধাওয়ান এখন স্বপ্নের ফর্মে রয়েছেন। কিছুদিন আগেই দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টের প্রথম দিনেই দেখা যায় ধাওয়ান ধামাকা! অল্পের জন্য প্রথম ডাবল সেঞ্চুরি স্বাদ না পেলেও এই দীর্ঘদেহী ক্রিকেটার ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভেঙে দেন পলি উমরিগরের ৫৫ বছরের রেকর্ড। ৭৮ বলে ৬৪ রানে লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন ধাওয়ান। আর পরের সেশনে করলেন ৯০ বলে ১২৬। দ্বিতীয় সেশনে ভারতের হয়ে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সিরিজ শেষে তিনটি টেস্ট থেকে ধাওয়ান ৩৫৮ রান করেছেন। ডাম্বুলায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও শিখরের ব্যাট কথা বলেছে। ১৩২ রান করেছেন তিনি। এই সুসময়ে একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের অভিনেতা ও অভিনেত্রীর নাম জানিয়েছেন। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে নানান প্রশ্নের ফাঁকে জানান তার পছন্দের নায়িকার নামও।

একসময় কারিনা কাপুরের প্রেমে অন্ধ ছিলেন এই ভারতীয় খেলোয়াড়! 2
করিনা কাপুর

তার পছন্দের অভিনেতা আমির খান এবং পছন্দের অভিনেত্রী কারিনা কাপুর। শুধু তাই নয় এক সময়ে কারিনার প্রেমেই মজেছিলেন তিনি। বর্তমানে সন্তানের বাবা হলেও এক সময় কারিনার ছবি রুমে সাজিয়ে রাখতেন বলে জানান এই ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান। এখন অবশ্য সময় বদলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে যে যার মতো রয়েছেন তারা। শিখর ধাওয়ান বিয়ে করে ফেলেছেন। তার স্ত্রীর নাম আয়েশা মুখার্জী। অপরদিকে বলিউড সুন্দরী কারিনা কাপুরও বিয়ে করেছেন পতৌদি পরিবারের অভিনেতা সাইফ আলি খান। তাদের কোল আলো করে এসেছেন তৈমুর খান।

একসময় কারিনা কাপুরের প্রেমে অন্ধ ছিলেন এই ভারতীয় খেলোয়াড়! 3

 

কথায় কথায় মজা করতে ছাড়লেন না অধিনায়ক বিরাট কোহলিও। তিনিও জানালেন তার গোপন প্রেম কাহিনী। তিনি অবশ্য কারিনার বড় বোন কারিশমা কাপুরকে পছন্দ করতেন। তিনিও তার ঘরে কারিশমার পোস্টার রাখতেন। উল্লেখ্য, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের পরবর্তী ম্যাচ পাল্লেকেল্লেতে। চলতি সিরিজে শ্রীলঙ্কা চেনা ছন্দে ধরা দেয়নি। টেস্টের পরে ওয়ানডেতেও শ্রীলঙ্কার ভরাডুবি চলছে।

 

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *