Kapil dev wants to see hardik pandya in test

২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম তবে ভারতীয় দল এই বছরে ভক্তদের বেশ মর্মাহত করেছে। আসলে, এবছর ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যাবধানে টেস্ট সিরিজে পরাজিত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পৌঁছে গিয়েছিল কিন্তু এবার একবার আইসিসি ইভেন্টের নক আউট স্টেজে পরাজিত হলো। পরস্পর দুই WTC ফাইনালে ভারতের পরাজয় বেশ প্রশ্ন তৈরি করেছে। ভারতীয় দলের এই পরাজয়ের পর দলে একজন ম্যাচ উইনার ক্রিকেটারের প্রয়োজন রয়েছে বলে মনে করেন কপিল দেব (Kapil Dev)। ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে সামিল করার পরামর্শ দিয়েছেন এমনকি কপিল দেবের মতন হার্দিক পান্ডিয়া টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত বলে মনে করেন কপিল।

Read More: WC 2023: বিশ্বকাপের আগে বড় ধাক্কা পাকিস্তান দলের, চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন এই মুখ্য পেসার !!

হার্দিক পান্ডিয়াকে দলে দেখতে চান কপিল দেব

Kapil dev, hardik pandya
Kapil Dev | Image: Twitter

গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টেস্ট ক্রিকেট খেলেননি, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তাকে ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাতে দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে কোন ফরম্যাটের অধিনায়ক করা হয়নি। সম্প্রতি, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ভারতের দায়িত্ব নিয়েছিলেন সাদা বলের ফরম্যাটে। যদিও টেস্ট সিরিজের জন্য তাকে বেছে নেওয়া হয়নি। তবে, ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব (Kapil Dev) এবার হার্দিকের টেস্ট খেলা নিয়ে মুখ খুললেন।

হার্দিকের টেস্ট ক্যারিয়ার সম্পর্কে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং মহান অলরাউন্ডার কপিল দেবকে জিজ্ঞাসা করা হলে একটি চমকপ্রদ মন্তব্য করলেন। সম্প্রতি, কপিল দেব এবিষয়ে মন্তব্য করে বলেছেন, “আবারও হার্দিক টেস্ট ক্রিকেটে ফিরতে পারবেন। আমি তার কয়েকটি ছবি দেখেছি, সেখানে তার শরীরটা দারুন দেখাচ্ছে, ফিট থাকলে আরো ক্রিকেট খেলা উচিত তার। অনেক সম্ভাবনা রয়েছে টেস্টে ফিরে আসার, তিনি ফিট থাকলে তাকে টেস্ট ক্রিকেটেও দেখা যাবে।

৬ বছর টেস্ট দলের বাইরে হার্দিক পান্ডিয়া

Hardik Pandya, kapil dev
Hardik Pandya | Image: Getty Images

২০১৭ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ২৯ বছর বয়সী খেলোয়াড় তার টেস্ট অভিষেক করেছিলেন, তারপর থেকে তিনি এই ফরম্যাটে মোট ১১ টি ম্যাচ খেলেছেন এবং ৫৩২ রান করেছেন। তার গড় হল ৩১.২৯ এবং তিনি চারটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ভারতীয় খেলোয়াড় তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন, তারপর থেকে ক্রমাগত তিনি চোটের সমস্যায় ভুগছিলেন এবং টেস্ট ক্রিকেটে তিনি আর ফিরতে পারেননি। তবে বর্তমানে তিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলছেন। সামনে টি টোরন্টি ও ওডিআই ওয়াল্ড কাপের কথা বিচার করেই টেস্ট ক্রিকেটকে ক্যারিয়ার থেকে দূরে রেখেছেন হার্দিক।

Read More: World Cup 2023: দেশের মাটিতে বিশ্বকাপে ‘ফেভারিট’ ভারত, তৃতীয় খেতাব জিততে টিম ইন্ডিয়ার বাজি হতে পারেন এই ১৫ ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *