২০২৩ সালের ক্রিকেট বেশ জমেই উঠেছে। একেরপর এক টুর্নামেন্ট দর্শকদের উৎসাহী করে তুলছে। তবে, এবছর সবথেকে বড় টুর্নামেন্ট হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। এবার ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ, যার ফলেই ভারতীয় দর্শকদের মধ্যে বেড়েই চলেছে উন্মাদনার ঢেউ। এবছর ১০ টি দলকে নিয়ে শুরু হবে বিশ্বকাপ এবং শীর্ষ ৪টি দল সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে। তবে, এবছর প্রত্যাশা থাকবে টিম ইন্ডিয়ার উপর। এবার ভারত বিশ্বকাপ জিতবে বলে আশাবাদী ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।
Read More: এশিয়ান গেমসে থেকে ব্যান হরমনপ্রীত কৌর, আইসিসি শুনালো বড় সাজা !!
ভারতীয় দলের কাছে থাকবে সুবর্ণ সুযোগ

অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপ। যদিও, ২০১৩ সালের পর ভারতীয় দল আইসিসির কোনও খেতাব জেতেনি। কখনো সেমিফাইনাল বা কখনও ফাইনালে পৌঁছলেও ট্রফি হাতে আসেনি টিম ইন্ডিয়ার। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। এর আগে ২০১১ সালে বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল ভারত। আর, এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে ২৮ বছর পর বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। তবে ১৯৮৩ বিশ্বজয়ী ক্যাপ্টেন কপিল দেব, ভারতীয় দলের উপর বেশ আশাবাদী। তার মতে, টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের রয়েছে প্রবল সুযোগ। ঘরের মাঠে বিশ্বকাপ। কন্ডিশন ও মাঠ ভারতীয় দলের চেনা, অর্থাৎ ভারতীয় দলের কাছে থাকবে বিশ্বকাপ জেতার বাড়তি একটি চাপ।
কপিল দেবের মতে এই দল জিতবে বিশ্বকাপ

বেঙ্গালুরুতে একটি গলফের ইভেন্টে কপিল দেব বলেন, “সব কীরকম হবে জানি না এখনও। বোর্ড এখনও টিম ঘোষণা করেনি। ভারত যে কোনও টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই নামে। শুধু এ বারই নয়, বহু বছর ধরেই এটা চলে আসছে। পুরো বিষয়টাই নির্ভর করবে, ভারতীয় দল ঘরের মাঠে প্রত্যাশা আর চাপের সঙ্গে কিভাবে নিজেদের মানিয়ে নিতে পারছে। ঘরের মাঠে আমরা আগে বিশ্বকাপ জিতেছি। তবে যাঁরাই খেলুক না কেন, আমি নিশ্চিত, আমরা আবারও জিততে পারি। বিশ্বকাপ চার বছর অন্তর আসে আর এই বিশ্বকাপে ভারত ভালো পারফর্ম করবে বলে আমি আশাবাদী।” বর্তমানে ভারতীয় দল ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে যেখানে টিম ইন্ডিয়া উইন্ডিজকে ১-০ ব্যাবধানে টেস্ট সিরিজে পরাস্ত করে ওডিআই সিরিজ খেলতে চলেছে।