ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা চলতে থাকে। এবার গৌতম গম্ভীরকে নিয়ে বড় বয়ান দিলেন দেশের প্রথম ক্রিকেট বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। আসলে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে ভারতের টেস্ট ফরম্যাটে ভারতের জয়ের শতকরা অনেক কমে গিয়েছে। তাছাড়া, ঘরের মাঠে ১২ মাসে দুবার টেস্ট সিরিজে হেরেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৪ সালে ৩-০ ব্যাবধানে হোয়াইট ওয়াশ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যাবধানে সদ্য হোয়াইট ওয়াশ হলো টিম ইন্ডিয়া। যদিও, সাদা বলের সিরিজে ভারতের দাপট এখনও অব্যহত রয়েছে।
বৃহস্পতিবার শহরে এক অনুষ্ঠানে এসে কপিল দেব জানান, আজও তাঁর বাড়ির দেওয়ালে নিজের একটিও ছবি নেই। তিনি বর্তমান ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কোচিং প্রসঙ্গে কপিল দেবের মত আগেও বিতর্ক তৈরি করেছে। এবারও প্রশ্ন উঠল ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ঘিরে। কপিল দেব (Kapil Dev) স্পষ্ট জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে আসলে কোচ বলে কিছু নেই। তাঁর মতে, জাতীয় দলের স্তরে খেলোয়াড়দের শেখানের মতন কিছুই থাকে না। এখন কোচের কাজ হলো দলটিকে ম্যানেজ করার। সেই হিসাবে গম্ভীর আসলে দলের ম্যানেজার। কপিল আরও বলেন যে, স্কুল বা কলেজ পর্যায়ে কোচ দরকার, কারণ সেখানে মূলত শিক্ষা ও প্রশিক্ষণ চলে। কপিল আরও বলেন যে, আন্তর্জাতিক পর্যায়ে একজন লেগস্পিনারকে কী শেখাবেন গম্ভীর? বরং একজন ম্যানেজার হিসেবে দলের পরিবেশ তৈরি করা, প্লেয়ারদের স্বস্তির জায়গা করে দেওয়া – এটাই তাঁর প্রধান দায়িত্ব।
Read More: “রাজনীতি করেই দল বাছাই করেছে…” জিতেশ শর্মাকে বাদ দিতেই সমাজ মাধ্যমে প্রশ্নের মুখে আগারকার-গম্ভীর !!
গম্ভীরকে নিয়ে স্পষ্ট বয়ান কপিলের

গম্ভীরের পরিকল্পনা নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বারবার ব্যাটিং অর্ডার বদল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে কখনও ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) তিনে ব্যাটিংয়ে পাঠানো, টেস্টে অতিরিক্ত অলরাউন্ডার নিয়ে খেলানোর উপরেও প্রশ্ন তোলা হয়। কপিলকে এই বারবার ব্যাটিং অর্ডারে রদবদল নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। তিনি এটা জানান যে, বোর্ড তাঁকে ডাকেনি, কোনও দায়িত্বে তিনি নেই। তাই ভিতরের খবর তার পক্ষে জানা সম্ভব নয়। দর্শকের মতন দূর থেকেই খেলা উপভোগ করেন।