CT 2025: প্রায় তিন দশক পর পাকিস্তানের মাঠে বসেছিলো আইসিসি প্রতিযোগিতার আসর। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না বাবর-রিজওয়ানরা। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে বিদায় নিতে হয়েছিলো গ্রুপ পর্ব থেকে। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) বদলালো না চিত্রটা। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিলো তারা। হাইব্রিড মডেলের শর্ত অনুসারে ভারতের বিপক্ষে খেলতে দুবাই উড়ে যেতে হয়েছিলো তাদের। দ্বিতীয় ম্যাচেও জোটে হার। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে হারাতে পারলে সান্ত্বনা পুরষ্কার হয়ত জুটত বাবরদের ভাগ্যে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ঝুলিতে মাত্র এক পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে। এই ব্যর্থতার দায় কার? উঠতে শুরু করছে প্রশ্ন। ক্রিকেটারদের নয় বরং পাক ক্রিকেট বোর্ডকেই কাঠগড়ায় তুললেন প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া।
Read More: “রোহিতের পাশে ধোনি ছিলো…” আন্তর্জাতিক আঙিনায় হিটম্যানের সাফল্যের সিক্রেট ফাঁস করলেন গম্ভীর !!
দুর্নীতি, স্বজনপোষনের অভিযোগ কানেরিয়ার-

আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য ক্রিকেট প্রশাসকদের গাফিলতিকেই দায়ী করলেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি দলের উন্নতির স্বার্থেও কিছু করা উচিৎ ছিলো কর্মকর্তাদের, সাফ বক্তব্য কানেরিয়ার। ভারতীয় সংবাদমাধ্যম IANS-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, “পাকিস্তান প্রচুর টাকা খরচ করেছে। স্টেডিয়াম তৈরি করেছে। কিন্তু ওদের একটা জিনিসেই ফোকাস করা উচিৎ ছিল- দল- সেটাতেই ওরা কোনোরকম গুরুত্ব দেয় নি। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও প্রথম ওরাই ছিটকে গিয়েছিলো টুর্নামেন্ট থেকে, যেখানে ভারত কিনা অপরাজিত থেকেছে। পাকিস্তানকেই ট্রফি ভারতের হাতে তুলে দিতে হত। যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষণা হয়েছিলো, তখন থেকেই পাকিস্তান প্রচুর অপ্রয়োজনীয় আওয়াজ করছিলো।”
“ওরা(পিসিবি) একটা ভালো দল টুর্নামেন্টের জন্য নির্বাচন করে নি। খুব খারাপ ক্রিকেট খেলেছে। যদি পাকিস্তানের ভুলচুক নিয়ে কথা বলতে চান তাহলে ওরা সেগুলো কখনোই মানবে না, উলটে আপনারই সমালোচনা করবে। সেই কারণেই ওরা পিছনের দিকে হাঁটছে,” ক্ষোভ ঝরে পড়েছ কানেরিয়ার (Danish Kaneria) গলায়। তিনি আরও বলেন, “ওরা এমন একটা দল মাঠে নামিয়েছিলো যাদের আরও আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা। পাকিস্তানের না একজন ভালো খেলোয়াড় রয়েছে, না ভালো টিম কম্বিনেশন রয়েছে।” দলের অভ্যন্তরের দুর্নীতি, স্বজনপোষনের বিরুচ্ছে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে দানিশ কানেরিয়ার’র মন্তব্য, “ওদের সমস্যা হলো যে ওরা কখনও নিজেদের রাজনীতি ও স্বজনপোষনের বাইরে বেরোতে পারে না। ভারতীয় দল পক্ষান্তরে শুধু ভারতের কথাই ভাবে। সেই কারণেই ওরা বিজয়ী।”
ভারতের প্রশংসা কানেরিয়ার গলায়-

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দুর্দান্ত ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া। টানা পাঁচ ম্যাচ জিতে ছিনিয়ে নিয়েছে খেতাব। দক্ষতা, অধ্যবসায় ও টিম স্পিরিটকে হাতিয়ার করেই সাফল্য এসেছে, মত দানিশ কানেরিয়ার (Danish Kaneria)। রোহিতদের প্রশংসায় ভরিয়েছেন তিনি। দুবাইতে সব ম্যাচ খেলেছে ভারত। তাদের প্রতিপক্ষ দলগুলিকে যখন হাজার হাজার কিলোমিটার যাতায়াত করতে হয়েছে, তখন সংযুক্ত আরব আমিরশাহীতে কার্যত হোম অ্যাডভান্টেজ পেয়েছে ‘মেন ইন ব্লু,’ উঠতে শুরু করেছে অভিযোগ। এহেন সমালোচনা উড়িয়ে দিয়েছেন পাক প্রাক্তনী। বলেন, “আয়োজক দেশ ছিলো পাকিস্তান আর ট্রফি নিয়ে গেলো ভারত। এই নিয়ে আগামী দুই-তিন অনেক কথা হবে। পাকিস্তানের অনেকে বলছেন যে ভারত বাড়তি সুবিধা পেয়েছে। আমি বুঝছি না কেন এই কথা উঠছে। (দুবাই) ভারতের হোমগ্রাউন্ড তো নয়, বরং এককালে পাকিস্তানের ঘরের মাঠ ছিলো।”
Also Read: CT 2025: “ভারত যদি পাকিস্তানে খেলত…” রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় প্রসঙ্গে বিস্ফোরক ওয়াসিম আক্রম !!