২০১৫ সাল থেকে আইপিএল (IPL) খেলে এসেছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। কিউই তারকার পথচলা শুরু হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) জার্সিতে। ২০২২ অবধি তিনি ‘অরেঞ্জ আর্মি’র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নেতৃত্ব দিয়েছেন দল’কে। এমনকি জিতেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপিও। ২০২৩ মরসুমের আগে উইলিয়ামসনকে রিলিজ করে দিয়েছিলো হায়দ্রাবাদ। মিনি নিলামে তিনি নাম লিখিয়েছিলেন গুজরাত টাইটান্সে (GT)। মরসুমের প্রথম ম্যাচেই ঘটে বিপত্তি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পাওয়ায় সম্পূর্ণ টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। ২০২৪-এ স্কোয়াডে ফিরলেও মাঠে নামার সুযোগ পেয়েছিলেন কেবল ২ ম্যাচে। এরপর তাঁকে বিদায় জানায় গুজরাতও। গত নভেম্বরের মেগা নিলামে অংশ নিয়েছিলেন কেন (Kane Williamson)। কিন্তু আগ্রহ দেখায় নি কোনো দল। ‘আনসোল্ড’ই থাকেন তিনি।
Read More: ৪, ৬, ৪, ৬, ৪…ব্যাটিং তাণ্ডব অভিষেক শর্মা’র, রঞ্জি ট্রফিতে করলেন দুর্দান্ত শতরান !!
নতুন দলে কেন উইলিয়ামসন-

আইপিএলের (IPL) কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় নি উইলিয়ামসনকে (Kane Williamson) নিয়ে। ফলে ভারতের টি-২০ লীগে এবার কিউই তারকাকে দেখা যাবে না। তবে তার জন্য ক্রিকেট মাঠ থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হবে না তাঁকে। ইতিমধ্যেই চলতি বছরের গোড়ায় ডারবান সুপারজায়ান্টসের (DSG) হয়ে দক্ষিণ আফ্রিকায় SA20 লীগ খেলেছেন তিনি। বর্তমানে প্রস্তুতি সারছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আবার আইপিএলের সমান্তরালেই চলবে পাকিস্তান সুপার লীগ (PSL)। ওয়াঘা সীমান্তের ওপারে দেখা যাবে উইলিয়ামসনকে (Kane Williamson)। তিনি গায়ে চাপাতে চলেছেন করাচী কিংসের (KK) জার্সি। মে থেকে সেপ্টেম্বরেও ঠাসা ক্রিকেট সুচি থাকছে ব্ল্যাক ক্যাপস তারকার। ঐ সময়কালের পুরোটাই ইংল্যান্ডের কাটাবেন তিনি। খেলবেন ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট, কাউন্টি চ্যাম্পিয়নশিপ এমনকি ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’ও।
ইংল্যান্ডে টি-২০ ব্লাস্ট ও কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার জন্য মিড্লসেক্স দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। অন্তত ১০টি টি-২০ ম্যাচ ও ৫টি কাউন্টি ম্যাচে তাঁকে পাওয়া যাওয়ার ব্যাপারে আশাবাদী মিড্লসেক্স। ইংল্যান্ডে এর আগেও ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন উইলিয়ামসন। গায়ে চাপিয়েছেন গ্লস্টারশায়ার ও ইয়র্কশায়ারের জার্সি। অগস্ট মাসের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে ‘দ্য হান্ড্রেড।’ লন্ডন স্পিরিটসের হয়ে খেলতে দেখা যাবে নিউজিল্যান্ডের ব্যাটারকে। ২০১৯ সালে অধিনায়ক হিসেবে লর্ডসের মাঠে ওডিআই বিশ্বকাপ হেরেছিলেন তিনি। ২০২৫-এ ঐতিহাসিক লর্ডসই হতে চলেছে তাঁর হোমগ্রাউন্ড। ২০২১ সালে ‘দ্য হান্ড্রেড’-এর প্রথম মরসুমের ড্রাফটে তাঁকে দলে নিয়েছিলো বার্মিংহ্যাম ফিনিক্স। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ান তিনি। এবারই ১০০ বলের খেলায় অভিষেক হতে পারে উইলিয়ামসনের (Kane Williamson)।
সুযোগ পেয়ে খুশি কেন-

চার মাস ইংল্যান্ডে ক্রিকেট খেলতে চলেছেন কিউই তারকা। নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য মুখিয়ে রয়েছেন উইলিয়ামসন (Kane Williamson)। জানিয়েছেন, “গ্রীষ্মে আমাদের আন্তর্জাতিক সূচিতে চার মাসের একটা বিরতি রয়েছে। আমি সেই সময় পরিবার নিয়ে ইউ কে’তে আসার কথা ভাবছিলাম। তাই যখন সুযোগটা আসে তখন সেটা আমার জন্য খুবই চিত্তাকর্ষক ছিলো।” মিড্লসেক্সের হয়ে খেলা প্রসঙ্গে বলেন, “আমি আগে কাউন্টি ক্রিকেট খেলেছি। কিন্তু তা অনেক দিন আগে। এই সুযোগটা বেশ আকর্ষণীয়।” লর্ডসের সবুজ ঘাসে সময় কাটানোর জন্যও মুখিয়ে রয়েছেন উইলিয়ামসন। জানিয়েছেন, “‘দ্য হোম অফ ক্রিকেট’ (লর্ডস) নানা কারণে আমার খুবই পছন্দের একটা মাঠ। এখানে কিছু অবিস্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। সব ক্রিকেটারই লর্ডসকে অত্যন্ত শ্রদ্ধা করে। ওরা ঐতিহ্যকে দারুণ ভাবে ধরে রেখেছে। সেই কারণে তা গোটা দুনিয়ার অন্য সব জায়গার থেকে আলাদা।”