Kamran Ghulam

Kamran Ghulam: ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) খেলায় আপাতত চালকের আসনে ক্যাঙ্গারু বাহিনী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা বন্ধ হতে পারে ভারতীয় দলের কাছে। চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিনের সকালে অজি দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের মধ্যে ভালো একটি পার্টনারশিপ গড়ে উঠেছে, যা ভারতকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ যেমন জ্বলে উঠেছে তেমনই পাকিস্তান দল দক্ষিণ আফ্রিকাতে সফর করছে। সদ্য সিরিজের সাদা বলের খেলা শেষ হয়েছে এবং লাল বলের খেলা শুরু হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে দক্ষিণ আফ্রিকাকেও একটি ম্যাচ জয়লাভ করতে হবে।

প্রসঙ্গত, পাকিস্তান দলকে হারিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, ওডিআই সিরিজে জয় পেয়েছিল পাকিস্তান। গতকাল বক্সিং ডে টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচের প্রথম দিনে এমন একটি ঘটনা দেখা গেল যা বিশ্ব ক্রিকেটে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও উইকেট রক্ষক কাইল ভেরেইনের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানি ব্যাটসম্যান কামরান গুলাম (Kamran Ghulam)। এই ঝামেলার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।

ম্যাচের মধ্যেই অকথ্য ভাষায় গালি দিতে থাকেন কামরান

Kamram Ghulam | Image: Getty Images
Kamram Ghulam | Image: Getty Images

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করা কামরান গোলাম তার আক্রমণাত্মক মনোভাবের জন্য পরিচিত। ম্যাচের প্রথম দিনে কামরান রাবাদা ও কাইল ভেরেইনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রসঙ্গত, রাবাদা কামরানকে তার বোলিংয়ে বেশ প্রতিহত করছিলেন, তবে রাবাদার একটি বল কামরান না খেলে উইকেট থেকে সরে দাঁড়ান। অন্যদিকে রাবাদার উপর ক্ষেপে যান কামরান। যদিও রাবাদা তাকে কিছুই বলেননি। কিন্তু উইকেট কিপার কাইল ভেরেইন কামরানের কাছে আসেন এবং ইশারায় তাকে কিছু একটা দেখানোর চেষ্টা করেন। তখনই কামরান কাইল ভেরেইনের সঙ্গে অকথ্য ভাষায় গালি দিতে থাকেন এবং এই ঘটনার পর খেলা কিছু সময়ের জন্য বন্ধ ছিল। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

গতকাল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের কথা বলতে গেলে ২১১ রানে শেষ হয়েছিল পাকিস্তানের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বাধিক ৫৪ রান বনান কামরাম নিজেই। এছাড়া, বাঁকি ব্যাটসম্যানদের খুব বেশি সময় টিকতে পারেনি। প্রোটিয়া পেসার ডেন প্যাটারসন ৫টি ও করবিন বসচ ৪ টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাটিং করতে এসে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮২। দলের হয়ে সর্নাধিক ৪৭ বানিয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)।

Read Also: “দলের বোঝা…” সেঞ্চুরিয়নে ব্যর্থ বাবর আজম, নেটদুনিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন পাক সমর্থকেরাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *