"ওদের‌ই দোষ ছিল..", শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !! 1

এই বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ (Women ODI WC 2025)। চলতি এই টুর্নামেন্টে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারতীয় মহিলা দল সেমিফাইনালে প্রবেশ করেছে। তবে এর মধ্যেই অজি মহিলা তারকা ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনা রীতিমতো চর্চায় উঠে এসেছে। এরপরই ভারতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত তৈরি করেছে। কিন্তু আবারও নতুন করে মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনা বিতর্কে উঠে এল। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Bijoy Borgi) অপ্রত্যাশিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Read More: “২০২৭ বিশ্বকাপ রোহিত খেলবে..”, কোচের মন্তব্যে চাঞ্চল্য ভারতীয় ক্রিকেট মহলে !!

মহিলা অজি ক্রিকেটারদের শ্লীলতাহানি-

"ওদের‌ই দোষ ছিল..", শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !! 2
Australia Women Team | Image: Getty Images

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেডিয়ামে এই বছরের মহিলাদের একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ইন্দোর নিজেদের হোটেল থেকে বেরিয়ে অস্ট্রেলিয়ান দুই মহিলা ক্রিকেটার (Australian Women Cricketer) ৫০০ মিটার দূরের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময় এক যুবক বাইক চালিয়ে এসে তাদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে‌ বলে অভিযোগ সামনে আসে। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার দিনেই আকিল নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ইন্দোরের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্ডোটিয়া বলেন, “অস্ট্রেলিয়া মহিলা দলের নিরাপত্তার এক আধিকারিক অভিযোগ জানিয়েছিলেন। তাদের দলের দুই সদস্যের সঙ্গে আপত্তিজনক আচরণ করা হয়েছে বলে জানানো হয়। ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে। অভিযান চালিয়ে আমরা একজনকে গ্রেফতার করেছি। অভিযুক্ত আকিল আজাদনগরের বাসিন্দা।”

কৈলাস বিজয়বর্গীর বিতর্কিত মন্তব্য-

"ওদের‌ই দোষ ছিল..", শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !! 3
Australia Women Team | Image: Getty Images

মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটায় এই রাজ্যের বিজেপি সরকার রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যেই এবার মধ্যপ্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীর মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, “খেলোয়াড়দের নিজেদের জনপ্রিয়তার বিষয়টি মাথায় রাখা উচিত। এই ঘটনা সবার জন্য শিক্ষা। সেটা আমাদের জন্য হোক বা খেলোয়াড়দের জন্য।

ক্রিকেটারদের কোথাও যাওয়ার আগে নিরাপত্তাকর্মী এবং স্থানীয় প্রশাসনকে জানানো উচিত ছিল। মনে রাখতে হবে ভারতে ক্রিকেটারদের নিয়ে উন্মাদনা রয়েছে।” এই মন্তব্যের মাধ্যমে বিজেপি নেতা কার্যত অজি মহিলা ক্রিকেট তারকাদের কাঠগড়ায় দাঁড় করালেন বলে নেটিজেনরা উল্লেখ করছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া মহিলা দল চলতি একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে ৩০ অক্টোবর ভারতীয় মহিলা দলের (India W vs Australia W Match) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: রোহিত-বিরাটকে নিয়ে চুপ সেহবাগ-শচীন-যুবরাজ, ভারতীয় ক্রিকেটের রাজনীতি এখন প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *