“সৌরভের সাথে মতের মিল ছিল না…” দিল্লির কোচ হিসেবে ব্যার্থ পন্টিংকে একহাত নিলেন কাইফ !! 1

আগামী সপ্তাহের শুরুতেই সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর। দশটি ফ্রাঞ্চাইজি আগামী মেগা আইপিএলের আগে পর্যন্ত একটি শক্তিশালী স্কোয়াড গড়ে তুলতে চাইবে। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাদের প্রধান কোচের পরিবর্তন করেছে। রিকি পন্টিংকে (Ricky Ponting) দিল্লির কোচের পদ থেকে সরানো হয়েছে, তার পরিবর্তে ভেনুগোপাল রাওকে দলের নতুন প্রধান কোচ হিসেবে বেছে নিলো ফ্রাঞ্চাইজি। যদিও পরবর্তী আইপিএলে পাঞ্জাব কিংস দলের দায়িত্ব সামলাবেন অস্ট্রালিয়ান কিংবদন্তি তারকা রিকি পন্টিং।

Read More: IPL 2025: “টাকার জন্য ছাড়ি নি…” দিল্লীতে ফিরছেন ঋষভ পন্থ? গাওস্করকে সাফ জবাব তারকা ক্রিকেটারের !!

আইপিএলের নিলামের আগেই দিল্লির প্রাক্তন কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) বিরুদ্ধে বোমা ফাটালেন মহম্মদ কাইফ (Mohammed Kaif)। দিল্লি ফ্রাঞ্চাইজিতে পন্টিংয়ের সহকারী হিসাবে বেশ কিছু বছর কাজ করেছেন কাইফ। পন্টিংয়ের সঙ্গে কাজ করার বিষয়ে বড় মন্তব্য করে বসলেন কাইফ। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ জানিয়েছেন সৌরভ ও তাঁর মতামতের কোনো গুরুত্ব ছিল না পন্টিংয়ের কাছে। পন্টিং নিজের মতন করেই দল পরিচালনা করতো।

পন্টিংকে একহাত নিলেন কাইফ

Mohammad Kaif, t20 world cup 2024,ponting
Mohammad Kaif | Image: Getty Images

সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে মোহাম্মদ কাইফ জানিয়েছেন যে সৌরভ বা তার কথার কোনো মান্যতা দেননি পন্টিং। তিনি বলেন, “পন্টিং নিজেও সহমত হবেন যে তিনি দলটিকে (দিল্লি ক্যাপিটালস) আরও ভালোভাবে পরিচালনা করতে পারতেন। আমি আর সৌরভ যে দল গঠন করেছিলাম, সেটা ঠিক মতন ব্যাবহার করা হয়নি, রাহানে, অশ্বিন, ইশান্ত, হেটমায়াররা দলে সুযোগ পাননি। শুধু তাই নয় নিলামে সৌরভ, শিখর ধাওয়ানকে কেনার প্রস্তাব রেখেছিলেন। কিন্তু তাতেও রাজি ছিলেন না পন্টিং।

কাইফের দাবি, তৎকালীন হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজির ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার নাকি ধাওয়ানকে দলে না নেওয়ার জন্য পন্টিংয়ের কান ভাঙিয়েছিলেন। এখানে শেষ করেননি কাইফ। কাইফের মতে, পন্টিংয়ের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা ছিল না। তাই সাত বছর ধরে ট্রফির খরা কাটাতে পারেননি তিনি। তবে এবার পাঞ্জাব কিংসের হয়ে নতুন অভিযান শুরু করতে চলেছেন প্রাক্তন অজি অধিনায়ক। তবে কাইফ মনে করেন পন্টিং দিল্লির সঙ্গে যে কাজ এতদিন ধরে করে এসেছেন সেটাই পাঞ্জাব কিংসের সঙ্গে করতে শুরু করে দিয়েছেন। কাইফ জানিয়েছেন, “পন্টিং এখন পাঞ্জাবে, সেখানেও একই পদ্ধতি অবলম্বন করছেন তিনি। অর্ষদীপ, রাবাদা, লিভিংস্টোনদের মতন খেলোয়াড়দের রিটেন করেননি তিনি।

Raed Also: “আমরা খুব খুশি…” এই ভারতীয় আতঙ্ক টেস্ট এ সুযোগ না পাওয়াতে আনন্দিত জস হ্যাজেলউড, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *