সিরিজ শুরুর আগেই আহত ফ্রন্টলাইন পেসার, GT তারকাকে নিয়ে চিন্তায় দল !! 1

গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলার সময় সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। মরসুমের প্রথম দু’টি ম্যাচ খেলার পর আচমকাই ফিরে গিয়েছিলেন দেশে। সংবাদমাধ্যম সূত্রে প্রথমে খবর মিলেছিলো যে ব্যক্তিগত কারণে ভারত ছেড়েছেন তিনি। কিন্তু পরে সামনে আসে সত্যিটা। জানা যায় যে বিনোদনমূলক ড্রাগস সেবনের অপরাধে নির্বাসিত হয়েছেন প্রোটিয়া পেস তারকা। মে মাসের ৩ তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে “এই ঘটনা আমার কেরিয়ারকে ব্যাখ্যা করবে না,” সাফ জানিয়েছিলেন আত্মবিশ্বাসী রাবাডা (Kagiso Rabada)। এরপর এক মাসের শাস্তি কাটিয়ে খেলেছিলেন আইপিএলের শেষ কয়েকটি ম্যাচও। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অংশ নিয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক চোট ফের ছিটকে দিলো তাঁকে।

Read More: “যন্ত্রণাদায়ক ছিলো…” চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্টে ‘আহত’ ধনশ্রী, প্রথমবার মুখ খুললেন বিচ্ছেদের পর !!

আহত কাগিসো রাবাডা-

Kagiso Rabada | পেসার | Image: Getty Images
Kagiso Rabada | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা দল। চোট পেয়ে ছিটকে গেলেন তাদের পেস তারকা কাগিসো রাবাডা (Kagiso Rabada)। গত পরশু একটি বিজ্ঞপ্তি জারি করে প্রোটিয়া ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়েছে, “ডান পায়ের গোড়ালি ফুলে ওঠার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন কাগিসো রাবাডা।” সেই বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা গিয়েছে যে সোমবার রাতে স্ক্যান করা হয়েছিলো ৩০ বর্ষীয় তারকার। সেখানেই তাঁর চোট কতটা গুরুতর তা জানা গিয়েছে। তবে তড়িঘড়ি দেশে ফেরানো হয় নি তাঁকে। অস্ট্রেলিয়াতে দলের বাকি সদস্যদের সঙ্গেই রয়েছেন তিনি। রাবাডার (Kagiso Rabada) উপর নজর রাখছেন দক্ষিণ আফ্রিকা দলের মেডিক্যাল স্টাফ।

সেপ্টেম্বরে ইংল্যান্ড উড়ে যাবে দক্ষিণ আফ্রিকা (ENG vs SA)। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ ম্যাচ রয়েছে জস বাটলার, হ্যারি ব্রুকদের বিরুদ্ধে। এরপর উপমহাদেশে দু’টি বড় সফর করতে চলেছে প্রোটিয়া শিবির। অক্টোবর ও নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে ২টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ৩টি ট-২০ রয়েছে তাদের। এছাড়াও নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে (IND vs SA) দু’টি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-২০ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। ঠাসা সূচির দিকে তাকিয়েই সম্ভবত রাবাডাকে (Kagiso Rabada) আপাতত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তেম্বা বাভুমা, এইডেন মার্করামরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আস্থা রাখছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি’দের উপর। তাদের স্পিন বিভাগও বেশ সমৃদ্ধ। কেশব মহারাজের পাশাপাশি রয়েছেন প্রেণেলান সুব্রায়েনরা।

রাবাডাকে ছাড়াই জিতলো প্রোটিয়ারা-

AUS vs SA | Image: Getty Images
AUS vs SA | Image: Getty Images

কাগিসো রাবাডা (Kagiso Rabada) মাঠে না নামলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচটি সহজেই জিতলো দক্ষিণ আফ্রিকা। কেয়ার্নসের মাঠে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। অর্ধশতক করেন এইডেন মার্করাম (৮২), অধিনায়ক তেম্বা বাভুমা (৬৫) ও রায়ান ব্রিৎজকে (৫৭)। টি-২০ সিরিজে দুর্দান্ত ব্যাটিং করলেও পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে রানের মুখ দেখেন নি ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিস। ৬ করে আউট হন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ২৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিলো অস্ট্রেলিয়া, কিন্তু ৬০ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙতেই বদলে যায় ম্যাচের গতিপথ। লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিসরা রান পান নি। মার্শ ৮৮ করলেও যথেষ্ট হয় নি তা। ১৯৮ তে থামে ছয়বারের বিশ্বজয়ীরা। ৯৮ রানের ব্যবধানে জেতে প্রোটিয়াবাহিনী।

Also Read: TOP 5: প্রাপ্য ছিলো সুযোগ, তা সত্ত্বেও এশিয়া কাপে শিকে ছেঁড়ে নি এই পাঁচ তারকার ভাগ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *