কলকাতা টেস্টের আগেই গুরুতর চোট পেলেন তারকা খেলোয়ার, মেগা ম্যাচে হলো না জায়গা !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে বহুপ্রতাশীত টেস্ট ম্যাচটি আজ ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ইডেনেই অনুষ্ঠিত হবে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টস জেতেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকা দলের এটি এবারের সার্কেলের দ্বিতীয় সিরিজ। অন্যদিকে টিম ইন্ডিয়ার কাছে এটি তৃতীয়। ভারত শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। যেখানে ২-২ ব্যাবধানে সিরিজ ড্র করেছিল ভারত। তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মতন দুর্বল দলকে ২-০ ব্যাবধানে পরাস্ত করেছিল।

এই টেস্টের কথা বলতে গেলে, ম্যাচ শুরুর আগেই অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা (Kagiso Rabada) চলমান প্রথম টেস্টে খেলছেন না। ডানদিকে পাঁজরের ব্যথা থাকায় তাকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসের সময় অধিনায়ক টেম্বা বাভুমা তাঁর অনুপস্থিতির কথা স্বীকার করেছেন। ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। পাঁজরের চোটের কারণে প্রথম টেস্টের জন্য উপলব্ধ ছিলেন না রাবাদা। তাঁর বদলে একাদশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার আর এক অলরাউন্ডার করবিন বোশ (Corbin Bosch)।

Read More: KKR’এর বোলিং কোচ হচ্ছেন টিম সাউদি, আরও এক বড়ো চমক নাইটদের !!

চোটের কারণে ছিটকে গেলেন তারকা বোলার

Ind vs sa
Kagiso Rabada | Image: Getty Images

অভিজ্ঞ পেসারের ছিটকে যাওয়া প্রোটিয়াদের জন্য স্পষ্টভাবেই বড় ধাক্কা, বিশেষ করে ইডেনের এই আবহাওয়ায় ও পিচের সুবিধার জন্য রাবাদা বেশ শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে প্রমাণিত হতেন ভারতের সামনে। বাভুমা মন্তব্য করে বলেন, “রাবাদার পাঁজরে চোট লেগেছে, তাই তাকে খেলানো সম্ভব হয়নি। তার জায়গায় করবিন বোশকে দলে রাখা হয়েছে।” প্রথম টেস্টে রাবাদাকে ছাড়া নামতে হওয়ায় দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ নিয়েও প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে। তবে, রাবাদা ভারতের মাটিতে টেস্টে সেভাবে সক্ষম হতে পারেননি। ভারতে টেস্টে তাঁর বোলিং গড় ৪৪’এর বেশি যা তাঁর মতন বোলারের কাছে শোভা পায়না। টেম্বার নেতৃত্বে প্রোটিয়া বাহিনী এখনও অপরাজিত যে কারণে এই সিরিজটি ভারতের কাছেও বড় চ্যালেঞ্জ।

Read Also: IPL 2026: বাদ ক্লাসেন-শামি-ঈশান কিষান, প্রকাশ্যে SRH’এর রিটেন তালিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *