বক্সিং ডে টেস্টে বড় চমক অস্ট্রেলিয়ার, প্রথম একাদশ নিয়ে বিশেষ বার্তা হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের 1

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে নামতে চলেছে অস্ট্রেলিয়া দল। প্রথম টেস্টে দুরন্ত জয় পেলেও এখনও বেশ কয়েকজন তারকা খেলোয়াড় চোটের কারণে বাইরে রয়েছে, আবার অনেকেই দলে ফিরেছেন। আর এই অবস্থায় প্রথম টেস্টের দলে কোনও পরিবর্তন হবে কি না, সেই নিয়ে চলছে জোর জল্পনা। জয়ের ধারা বজায় রাখতে কি একাদশ নিয়ে নামবে অস্ট্রেলিয়া, সে নিয়ে আলোচনা তুঙ্গে।

India vs Australia Test 2017: Australia's win after 13 years makes  headlines abroad | Sports News,The Indian Express

এবার আসন্ন মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া দলের একাদশ নিয়ে বড় বার্তা দিলেন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি স্পষ্ট জানিয়েছেন, খুব বড় কিছু না হলে মেলবোর্নে একই একাদশ নিয়ে নামবে অস্ট্রেলিয়া। এই নিয়ে ল্যাঙ্গার বলেছেন, “আমি খুবই সাহসী একজন মানুষ হব যদি যদি এই ম্যাচের জন্য আগের ম্যাচের একাদশে কিছু পরিবর্তন করি। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের মধ্যে যদি বড় কিছু না হয়, আর এটা হতেই পারে যে বিশ্বে আমরা বাস করছি, তাহলে আমরা একই একাদশ নিয়ে মাঠে নামব।”

India vs Australia 1st Test: Twitter comes up with hilarious memes as India  has a collosal collapse on Day 3

এদিকে ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে যে ভুল করেছিল অস্ট্রেলিয়া, সেই ভুলের পুনরাবৃত্তি চান না জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেছেন, “আমার মনে হয় গতবারের থেকে এখন আমরা অনেক আলাদা টিম। গত দুই বছরে আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে এসেছি, আমরা এখন ভালো টেস্ট ক্রিকেট খেলছি। আমাদের মধ্যে আত্মবিশ্বাস এসে গিয়েছে। আমার মনে আছে আমরা গতবার এমসিজিতে টসে হেরেছিলাম আর সেই সময় পিচ একেবারে পাটা ছিল, আর তার ফলে আমাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও কমে গিয়েছিল। তাই, আমরা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। আমরা জানি যে অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে আমরা ৪০০ রান তোলার চেষ্টা করি। এ বিষয়ে কোনও সন্দেহ নেই, গত কয়েক বছরে আমরা এভাবেই আমাদের সেরা ক্রিকেটটি খেলেছি।”

India vs Australia, 1st Test Highlights: Virat Kohli Fifty Helps India To  233/6 At Stumps On Day 1 In Adelaide | Cricket News

এদিকে দাপটের সাথে প্রথম টেস্টে ভারতকে হারালেও এখনও এরকম অনেক খেলোয়াড় রয়েছে, যারা অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না চোট কিংবা অন্যান্য কারণে। সেখান থেকে দলের অন্দরে একটি সুস্থ প্রতিযোগিতা রয়েছে, আর তা নিয়ে খুশি জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেছেন, “একজন খেলোয়াড় হিসেবে এই ধরণের পরিস্থিতি আপনাকে সামলাতেই হবে, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গেলে আপনাকে সব সময় চাপে থাকতে হবে। প্রতিটি খেলোয়াড়ই তাই, আর এমনটাই হওয়া উচিত। আমরা জানি দলের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। আমি নিজে দেখেছি এমনটা বারবার হতে, আর এটা খুবই ভালো অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য। এটা খুবই কঠিন কারণ আপনি সেরা ছয় ব্যাটসম্যানদের একজন, যেহেতু আপনার পজিশনটি নেওয়ার জন্য অন্যেরা দরজায় অনবরত কড়া নাড়ছেন। তাই আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *