আইপিএলে (IPL 2023) আবির্ভাবের পর দু’টি মরসুম কেটে গিয়েছে। দু’বারই প্লে-অফে উঠলেও ট্রফি হাতে ওঠেনি গম্ভীর-রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (LSG)। সূত্রের খবর অনুযায়ী, আগামী মরসুমে কোচ বদল হতে পারে তাদের। অ্যান্ডি ফ্লাওয়ারকে আর রাখা হবে না এলএসজির শিবিরে। ২০২২ সালে প্রথম বারের জন্য আবির্ভাব ঘটে লখনৌ দলের, এইবার এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ও ২০২৩ সালে আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছেই এলিমিনেটর হেরেছিল লখনউ সুপারজায়ান্টস (LSG)। সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন অজি ওপেনার ও কোচ নিতে চলেছেন লখনৌ দলের কোচের দায়িত্ব।
Read More: WI vs IND: প্রথম টেস্টে ক্রিকেটের পথে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? কেমন থাকবে ডোমিনিকার বাইশ গজ? দেখে নিন এক ঝলকে !!
কেএল রাহুলদের নতুন হেড স্যার হচ্ছেন এই প্রাক্তন অজি
কেএল রাহুলের (KL Rahul) দলের আগামী মরসুমের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। প্রাক্তন জিম্বাবোয়ে তারকা ফ্লাওয়ারের সঙ্গে ২০২৩ আইপিএলের পরই চুক্তি শেষ হয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজির। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেডকোচের পদে থাকা ল্যাঙ্গার নিতে চেলেছেন তিনি। কোচ হিসেবে বেশ সফল ল্যাঙ্গার, অস্ট্রেলিয়ার কোচ হিসেবে তিনি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। এমনকি অ্যাশেজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল। বিগ ব্যাশ লিগেও পার্থ স্কর্চার্সের কোচ হিসেবে তিনবার ট্রফি জিতেছেন। গৌতম গম্ভরের (Gautam Gambhir) যিনি দলের মেন্টর তার সাথে জুটি বেঁধে আবার নতুন কাজ শুরু করতে চলেছেন ল্যাঙ্গার।
কোচ হিসাবে সফল ল্যাঙ্গার
এ ছাড়াও ল্যাঙ্গারকে সাহায্য করার জন্যে থাকবেন মর্নি মরকেল (Morne Morkel), বিজয় দাহিয়া (Vijay Dhaiya) এবং জন্টি রোডস (Jonty Rhodes)। কোচ হিসেবে সফল হওয়ার পরেও , ক্রিকেট অস্ট্রেলিয়া এবং খেলোয়াড়দের সাথে বিবাদের কারণে অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন জাস্টিন ল্যাঙ্গার। তবে এখনো পর্যন্ত তাকে অন্য কোন দলের হয়ে কোচিং করতে দেখা যায়নি বর্তমানে তিনি চলতে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কমেন্ট্রি বক্সেই ধারাভাষ্য দিচ্ছেন। উল্লিখিত সূত্র অনুসারে, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধান কোচ এবং এলএসজি ফ্রাঞ্চাইজির মধ্যে বর্তমানে কথাবার্তা চলছে। অন্যদিকে আইপিএলে বেশ দারুন ফর্মে দেখা গিয়েছিল লখনৌ দলকে তবে প্লে অফের ম্যাচে আবার একবার ভেস্তে যায় গম্ভীরের প্লানিং।