২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। তার আগে ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia Series) মধ্যে আসন্ন সাদা বলের সিরিজ নিয়ে বর্তমানে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। অজিদের ঘরের মাঠে সিরিজ নিজেদের পকেটে করা সহজ হবে না ব্লু ব্রিগেডদের জন্য। ইতিমধ্যেই আসন্ন এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ওডিআই ক্রিকেট থেকে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) আনা হয়েছে। এবার এর মধ্যেই তারকা ক্রিকেটারের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর সামনে এল।
Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলির, আজি’দের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ !!
ছিটকে যাচ্ছেন তারকা পেসার-

অস্ট্রেলিয়ার (India vs Australia Series) মাটিতে আসন্ন সিরিজে পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভারতের অন্যতম তারকা বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অজিদের বিপক্ষে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তাকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে দেখা যাবে। কিন্তু সবকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তার শারীরিক পরিস্থিতি সব সময় নির্বাচকদের নজরে রয়েছে। এর মধ্যেই এবার অস্ট্রেলিয়ান তারকা জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) চোট পেয়ে ছিটকে যাওয়ার খবর সামনে এসেছে।
ভারতের বিপক্ষে ওডিআই এবং টি-টোয়েন্টি দলে রয়েছেন এই অজি তারকা। কিন্তু সাম্প্রতিক সময় তাকে একাধিক চোটের মধ্যে দিয়ে যেতে দেখা গেছে। ইনজুরির কারণে এই তারকা পেসার এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পর্যন্ত অজিদের হয়ে মাঠে নামতে পারেননি। সূত্র অনুযায়ী আবারও চোটের কারণে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে যেতে চলেছেন এই তারকা। সাইড স্ট্রেইন এবং ক্যাল্ফ ইনজুরির মতো সমস্যা আবারও তাকে মাঠের বাইরে করে দিল বলে জানা যাচ্ছে।
ফিরলেন মিচেল স্টার্ক-

গত বছর নভেম্বর মাস থেকে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে মাঠে নামেননি স্টার্ক (Mitchell Starc)। গোড়ালির চোটের কারণে তিনি দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিলেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের অংশ ছিলেন না এই তারকা পেসার। তবে ভারতের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে এবার তিনি কামব্যাক করতে চলেছেন। ঘরের মাঠে ব্লু ব্রিগেডদের বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে তিনি প্রস্তুত।
এখনও পর্যন্ত মিচেল স্টার্ক ১২৭ টি ওডিআই ম্যাচে মোট ২৪৪ টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে মিচেল মার্শ (Mitchell Marsh) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক সময় তিনি ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। এছাড়াও ব্যাটিং অর্ডারে ক্যামেরন গ্ৰিন (Cameron Green), ট্রাভিস হেড (Travis Head), মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) মতো তারকাদের দায়িত্ব কাঁধে নিতে দেখা যাবে।