এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) থেকে হতাশাজনকভাবে ছিটকে যাওয়ার পর আফগানিস্তান ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হংকংকে পরাস্ত করে এশিয়া কাপের সূচনটা বেশ ভালোই করেছিল রশিদ খানদের (Rashid Khan) আফগানিস্তান। তবে, পরে আফগানিস্তান দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হয়ে এশিয়া কাপের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে প্রথমবার বিশ্ব ক্রিকেটে মুখ হয়ে উঠেছিল আফগানিস্তান, এরপর ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল আফগানিস্তান। তবে, ২০২৫ সালের এশিয়া কাপে আফগান দলের সুপার ফোরে না পৌঁছানোটা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রটকে (Jonathan Trott)। এবার তাকে সরিয়ে দেওয়ার কথা উঠেছে সমাজ মাধ্যম জুড়ে। দীর্ঘদিন ধরেই আফগান দলের সঙ্গে রয়েছেন ট্রট। আফগানিস্তান দলের জয়ের একাধিক কারণ ছিলেন তিনি। তবে এবার কোচের পদে বদল আনতে চলেছে আফগানিস্তান।
প্রধান কোচের পদ হারাতে চলেছেন ট্রট

সূত্রের দাবি, তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে আসছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)। আফগানিস্তান দলের সাম্প্রতিক ব্যর্থতার পর বড় সিদ্ধান্ত নিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, আফগানিস্তান ক্রিকেটে ট্রটের অবদান একেবারেই অস্বীকার করা যায় না। তাঁর অধীনে আফগানিস্তান প্রথমবারের মতো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ডের মতন দলকে পরাস্ত করেছিল। এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রায় পরাস্ত করেই ফেলেছিল আফগানরা। এরপর, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতন দলকে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। এসময় আফগান দলের কোচ ছিলেন ট্রট। বিগত কয়েক মাসে আফগানিস্তান দল যেভাবে ক্রিকেট খেলেছে তাতে তাদের এশিয়া কাপে দলের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা অনুযায়ী হয়নি।
Read More: ৬,৬,৬,৬,৬… শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝড় তুললেন মহম্মদ নবী, যুবরাজের রেকর্ড ভাঙতে ভাঙতে বাঁচলো !!
নতুন কোচ হচ্ছেন অজয় জাদেজা

ব্যাটিং লাইন-আপে ভাঙন, বোলিংয়ে সেই উজ্জ্বলতার অভাব, অধিনায়কত্বে অস্থিরতা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ভুল আফগানিস্তানের এগিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে সমর্থকদের হতাশা বেড়ে গিয়েছে। যে কারণে বোর্ড এবার কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। এই পরিস্থিতিতে আফগানিস্তান বোর্ডের ভরসা এখন অজয় জাদেজা। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিলেন জাদেজা। ১৯৯০-এর দশকে বিপক্ষ দলের ত্রাস ছিলেন জাদেজা। জাদেজা আগেও আফগানিস্তান দলের সঙ্গে কাজ করেছেন। ২০২৩’ এ ভারতে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন দলের মেন্টর ছিলেন তিনি। জাদেজাকে দায়িত্ব দিলে ব্যাটিং বিভাগে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আফগান দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। যেহেতু ২০২৬ সালে ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপ টি-টোয়েন্টির আসর তাই দেশের মাটিতে জাদেজার অভিজ্ঞতা বেশ ভালোই হবে। সব মিলিয়ে বলা যায়, এশিয়া কাপ থেকে বিদায় আফগানিস্তান ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।