বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় খেলোয়াড় হলেন বিরাট কোহলি (Virat Kohli)। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে কোহলির ব্যাট থেকে দেখতে পাওয়া গিয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। তিনিই ছিলেন এই সিরিজের সেরা। বিশ্ব জুড়ে বিরাট কোহলির একের পর এক ভক্তরা রয়েছেন। এমনকি, খেলাধুলার জগতের বিভিন্ন মানুষ বিরাট কোহলির ফ্যান। ঠিক এমনই এক কোহলি ভক্ত হলেন ১৭ বারের ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) চ্যাম্পিয়ন জন সিনা (John Cena)। তিনি যে, ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির বড় ভক্ত, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বুধবার জন সিনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘কিং কোহলি’র একটি ছবি শেয়ার করেন, যেখানে বিরাটকে দেখা যায় জন সিনার বিখ্যাত “You can’t see me” পোজ দিতে। কিংবদন্তি এই রেসলারের ভঙ্গিতে বিরাটের এই স্টাইল দেখে মুগ্ধ হন জন সিনা নিজেও।
বিরাট কোহলির বড় ভক্ত হলেন জন সিনা

আরসিবি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে, যেখানে বিরাট কোহলিকে দেখা যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর তরফে উপহার দেওয়া একটি বিশেষ আংটি প্রদর্শন করতে। সেই সময়েই মজার ছলে জন সিনার জনপ্রিয় পোজ – ‘ইউ ক্যান্ট সি মি…’ অনুকরণ করেন বিরাট। তার এই স্টাইল মুহূর্তের মধ্যেই ভক্তদের মন জয় করে নেয়। ভিডিওতে যে আংটিটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি বিশেষভাবে তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বছরের শুরুতে আয়োজিত নমন পুরস্কার অনুষ্ঠানে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয় স্মরণে দলের খেলোয়াড়দের সোনা ও হীরা দিয়ে তৈরি এই বিশেষ আংটি উপহার দেওয়া হয়েছিল। আংটিটির অন্যতম আকর্ষণ হল এতে খোদাই করা রয়েছে অশোক চক্র, পাশাপাশি উপরে লেখা আছে খেলোয়াড়ের নাম ও তার জার্সি নম্বর – যা এই স্মারকটিকে আরও আবেগঘন ও বিশেষ করে তুলেছে।
WWE’কে বিদায় জানালেন সিনা

অন্যদিকে জনপ্রিয় তারকা জন সিনার কথা বলতে গেলে, WWE’ এর অন্যতম জনপ্রিয় চরিত্র ছিলেন তিনি। চলতি বছরে কোডি রোডসকে হারিয়ে ১৭তম বারের মতো WWE হেভিওয়েট শিরোপা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেন তিনি। এমনকি, এবছরেই ডোমিনিক মিস্টিরিওকে পরাস্ত করে ইন্টারকন্টিনেন্টাল শিরোপা জয় করে WWE’এর মঞ্চে গ্র্যান্ড স্লাম বিজেতা হয়ে যান। ২০০২ সালে অভিষেকের পর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত WWE–এর সবচেয়ে বড় উপার্জনের মাধ্যম ছিলেন জন সিনা। টিভি রেটিং, ভিউ রাইটস বিক্রি এবং মার্চেন্ডাইজ – সবখানেই শীর্ষে ছিলেন তিনি। নিমেষেই ভিন্স মিকম্যানের প্রিয় হয়ে ওঠেন সিনা। তবে, বারবার অস্ত্রোপচার ও শারীরিক সমস্যার কারণেই অবসরের সিদ্ধান্ত নিতে হলো তাকে। ১৩ ডিসেম্বর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে বুট জোড়া তুলে রাখলেন সিনা।