World Cup 2023: বিশ্বকাপের আগে সুখবর ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নস’দের জন্য, এই মহাতারকা ফিরছেন ইংল্যান্ড দলে !! 1

World Cup 2023: ক্রিকেটবিশ্বের নজর এখন বিশ্বকাপের দিকে। ভারতের ১০টি শহরে ৪৬ দিন ধরে চলবে ক্রিকেটের ‘গ্রেটেস্ট শো।’ রয়েছে ৪৮টি ম্যাচ। ইতিমধ্যেই আয়োজক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি। ৫ অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লাখ ৩২ হাজার জোড়া চোখের সামনে ঢাকে কাঠি পড়তে চলেছে বিশ্বকাপের (ICC World Cup)। চলবে ১৯ নভেম্বর অবধি। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দুটিই আয়োজন করবেন আহমেদাবাদ। দুটি সেমিফাইনাল আয়োজন করবে মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্স। প্রথম ম্যাচেই থাকছে গত বিশ্বকাপ ফাইনালের অ্যাকশন রিপ্লে। মুখোমুখি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড (ENG vs NZ)। গতবার লর্ডসে বিতর্কিত বাউন্ডারি কাউন্টস নিয়মে খেতাব জিতেছিলো ইংল্যান্ড। এবার বদলার জন্য মরিয়া থাকবে কিউইরা। প্রথম ম্যাচ থেকেই বিশ্বকাপ জমে ওঠার সম্ভাবনা।

২০১৯ সালে নিজেদের দেশের মাঠে প্রথমবার বিশ্বকাপ (ICC World Cup) জয়ের স্বাদ পেয়েছিলো ইংল্যান্ড। গত কয়েক বছরে এরপর সাদা বলের ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে তারা। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২২-এর টি-২০ বিশ্বকাপ জিতেছে তারা। জস বাটলারের (Jos Buttler) নেতৃত্বাধীন ইংল্যান্ড দল ভারতে বিশ্বকাপ জিতে সাফল্যের গ্রাফ আরও খানিকটা উপরের দিকে নিয়ে যেতে চাইবে। যদি এবারও খেতাব জিততে সক্ষম হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার পর তৃতীয় দেশ হিসেবে টানা দুইবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের নজির গড়বে তারা। খেতাব রক্ষার লড়াইতে নামার আগে এক্ বিরাট সুখবর পেলো ইংল্যান্ড শিবির। ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর জোফ্রা আর্চার (Jofra Archer) চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পথে। বিশ্বকাপে ফিরবেন মাঠে।

Read More: WI vs IND: সঞ্জু নাকি সূর্যকুমার ? উইন্ডিজের বিরুদ্ধে দল সাজানোর ক্ষেত্রে ভারতের ভাবনায় যে ৩ বিষয় !!

চোটের কারণে সমস্যায় পড়তে হয়েছে আর্চারকে-

Jofra Archer | World Cup 2023 | Image: Getty Images
Jofra Archer | Image: Getty Images

ক্যারিবিয়ানজাত ইংল্যান্ড পেসার জোফ্রা আর্চারের (Jofra Archer) প্রতিভা নিয়ে সংশয় নেই কারও মনে। ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন তিনি। ২১ একদিনের ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। ১৫ টি-২০ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ১৮। দুরন্ত গতির সাথে নিখুঁত বোলিং করার দক্ষতা বাকিদের থেকে আলাদা করেছে আর্চারকে (Jofra Archer) । ২০১৯ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো তাঁর। আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিলেন আর্চার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজে স্টিভ স্মিথের (Steve Smith) সাথে আর্চারের ব্যাট-বলের ডুয়েল বেশ উপভোগ্য হয়ে উঠেছিলো। বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ২০ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ছিলেন তিনি। কিন্তু এর পর চোট-আঘাত তাঁর ক্রিকেট কেরিয়ারকে বেশ খানিকটা বেলাইন করে দিয়েছে।

২০২১-এর ভারত সফরে এসে কনুইতে চোট পেয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালের গোটাটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে আর্চারকে (Jofra Archer) । ২০২৩-এর গোড়াতে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফিরেছিলেন তিনি। ভালো বোলিং করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচে ৪০ রানের বিনিময়ে ৬ উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। ২০২২ মরসুমে আইপিএল খেলতে না পারলেও ২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) মঞ্চেও দেখা গিয়েছিলো তাঁকে। কিন্তু চোটমুক্ত থাকতে পারেন নি তিনি। পিঠের সমস্যা হওয়ায় মাঝপথেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। আর্চারের (Jofra Archer)  বদলি হিসেবে ক্রিস জর্ডানকে (Chris Jordan) উড়িয়ে আনে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মে মাসের পর থেকে ক্রিকেট খেলেন নি তিনি। রিহ্যাব চলছিলো আর্চারের। দুই-আড়াই মাস রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠেছেন তিনি। এমনটাই জানালেন প্রাক্তন ইংল্যান্ড সহকারী কোচ পল ফারব্রেস (Paul Farbrace)।

আর্চারের প্রত্যাবর্তনে শক্তিশালী হবে ইংল্যান্ড-

Jofra Archer, Jos Buttler and Ben Stokes | World Cup 2023 | Image: Getty Images
Jofra Archer, Jos Buttler and Ben Stokes | Image: Getty Images

চোটের কারণে চলতি অ্যাসেজে মাঠে নামতে পারেন নি জোফ্রা আর্চার (Jofra Archer) । বিশ্বকাপে (ICC World Cup) আদৌ তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন ইংল্যান্ড সমর্থকেরা। কিন্তু তাঁদের আশ্বস্ত করছেন পল ফারব্রেস (Paul Farbrace)। সাসেক্স কাউন্টিতে বর্তমানে জোফ্রা আর্চারের কোচ তিনি। ইংল্যান্ডের সহকারী কোচ থাকাকালীনও জোফ্রাকে সামনে থেকে দেখেছেন তিনি। BBC Radio 5’কে দেওয়া সাক্ষাৎকারে ফারব্রেস জানিয়েছে , “ও একদম ঠিকঠাক এগোচ্ছে। আমি মনে করি ও বিশ্বকাপের আগে তৈরি হয়ে যাবে। এটা একটা দারুণ খবর।” মাঝে শোনা গিয়েছিলো টেস্ট থেকে অবসর নিতে হতে পারে আর্চারকে (Jofra Archer) । কিন্তু ফারব্রেস মনে করছেন তিন ফর্ম্যাটেই দাপটের সাথে খেলতে পারবেন আর্চার।

আর্চারকে (Jofra Archer)  অনেকেই চোটপ্রবণ বললেও ফারব্রেস (Paul Farbrace) মনে করেন তাঁকে নিয়ে বিশেষ ভাবনাচিন্তা রাখতেই হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ECB)। তিনি আবেদন করেছেন, “যদি আগামী অ্যাসেজে (২০২৫) জোফ্রাকে খেলানোর ভাবনা থাকে তাহলে আমার মনে হয় ইংল্যান্ডকেই এটা ঠিক করতে হবে কি করে ওর থেকে সেরাটা বের করে আনবে ওরা।” গত বিশ্বকাপের (ICC World Cup) আরেক নায়ক বেন স্টোকস (Ben Stokes) একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে টেস্ট এবং টি-২০ খেলেন তিনি। শোনা যাচ্ছে বিশ্বকাপের জন্য তাঁকে অবসর ভেঙে ফেরার জন্য আবেদন করা হতে পারে। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট (Matthew Mott) আগেই জানিয়েছিলেন স্টোকসের জন্য তাঁর দলে সবসময়ই জায়গা থাকবে।

Also Read: WI vs IND: ওডিআই সিরিজের আগে ব্যাকফুটে টিম ইন্ডিয়া, আচমকাই ছিটকে গেলেন এই বিধ্বংসী বোলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *