টেস্ট ক্রিকেটে ফিরে এসেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার (Jofra Archer)। দ্বিতীয় টেস্টের আগেই ইংল্যান্ড দলে শামিল করা হয়েছিল জোফরাকে। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছেন আর্চার। সোমবার প্রথম স্পেলে ভারতকে জোড়া ধাক্কা দেন আর্চার। প্রথমে ঋষভ পন্থ (Rishabh Pant) ও তার পর ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) আউট করেন তিনি। সেই ধাক্কা থেকে অনেক চেষ্টা করেও ফিরতে পারেনি ভারত।
লর্ডসে নামার আগেই সৌরভের জার্সি ওড়ানোর ভিডিও দেখেন আর্চার

লর্ডসে ভারতকে হারানোর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে আর্চারের। তবে, জোফ্রা আর্চারকে এই ইনিংসে স্লেজিং থেকে শুরু করে উইকেট নেওয়ার পর ব্যাটসম্যানদের দিকে তীব্র চাহুনি দিয়েও তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। তবে, হটাৎ করে জোফরা এই পরিবর্তনের পিছনে রয়েছে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) ভূমিকা। এদিন খেলতে নামার আগে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে ঘোরানোর ভিডিয়ো দেখেছিলেন তিনি। গোপন কথা ফাঁস করলেন অধিনায়ক বেন স্টোকস।
Read More: দুঃস্বপ্ন কাটছে না মহম্মদ সিরাজের, চতুর্থ টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন তারকা পেসার !!
সোমবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে স্টোকস বলেন, “খেলার আগে আর্চার সৌরভের এই লর্ডসে জার্সি খুলে ঘোরানোর ভিডিয়ো দেখছিল। ও ভেবেছিল, ওটাই হয়তো বিশ্বকাপ ফাইনাল ছিল। তবে আমি ওকে বললম না ওটা ফাইনাল ছিল না। ওটা ন্যাটওয়েস্ট ফাইনালে হয়েছিল। বিশ্বকাপ ফাইনাল তো আমরা জিতেছিলাম।”
আর্চারকে নিয়ে বড় বয়ান দিলেন স্টোকস

প্রসঙ্গত, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালে নাসের হুসেনের ইংল্যান্ডকে হারিয়েছিলেন সৌরভেরা। ফাইনালে তৎকালীন ভারতীয় দলের দুই উদীয়মান ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammed Kaif) এবং যুবরাজ সিংহের (Yuvraj Singh) জুটি দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিল। সেখানেই শেষ ওভারে কাইফ ও জাহির জুটির দুর্দান্ত ফিনিশিংয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন সৌরভ। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই সেই ভিডিও দেখছিল আর্চার। সেই ভিডিও দেখেই হয়তো অনুপ্রেরণা পেয়েছিলেন আর্চার।
ভারত ও ইংল্যান্ড উভয় দল একটি করে ম্যাচ জিতে লর্ডসে নেমেছিল। লর্ডস টেস্টে প্রথম ব্যাটিং করে ইংল্যান্ড দল ৩৮৭ রান বানিয়েছিল, যার জবাবে ভারতীয় দল ৩৮৭ রান বানিয়েছিল। ইংল্যান্ডের পক্ষ থেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জো রুট (Joe Root) এবং ভারতের পক্ষ থেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রান বানিয়েছিল এবং ভারত সেই রান তাড়া করতে ১৭০ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ড এই ম্যাচটি ২২ রানে জয় ছিনিয়ে নেয়।