IPL 2025: লাগাতার হারে কোনঠাসা রাজস্থান, গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছেন এই খেলোয়াড় !! 1

IPL 2025: আইপিএলের প্রতিটি ম্যাচেই ক্রিকেটাররা নিজেদের দলের হয়ে জ্বলে উঠতে চেষ্টা করছেন।‌ ইতিমধ্যেই ব্যাট হতে দুরন্ত পারফর্মেন্স করে ঈশান কিষাণ (Ishan Kishan), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), আশুতোষ শর্মার (Ahsutosh Sharma) মতো তারকা ভক্তদের মন জয় করে নিয়েছেন। বল হাতে কামব্যাক করে আলোচনায় উঠে এসেছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তবে অনেকে তারকা ক্রিকেটার আছেন যারা দলকে সাহায্য করার বদলে হারের অন্যতম কারণ হিসেবে নজির সৃষ্টি করছেন। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) চলমান আইপিএলে (IPL 2025) পরপর দুটি ম্যাচেই হারের সম্মুখীন হয়েছে। দলের হয়ে সবচেয়ে বড়ো সমস্যা হয়ে উঠেছেন জোফ্রা আর্চার (Jofra Archer)।

আইপিএলে ব্যর্থ জোফ্রা আর্চার-

IPL 2025: লাগাতার হারে কোনঠাসা রাজস্থান, গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছেন এই খেলোয়াড় !! 2
Jofra Archer | Image: Getty Images

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ইংল্যান্ড গ্ৰুপ পর্বে একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। দলের তারকা পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) দলের হয়ে বল হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। এবার আইপিএলের (IPL 2025) মঞ্চেও তাকে ফ্যাকাশে লাগছে। রাজস্থান রয়্যালস (RR) টুর্নামেন্টের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে জোফ্রা আর্চার (Jofra Archer) ৪ ওভারে একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। বদলে ৭৬ রান দিয়ে লজ্জাজনক রেকর্ড গড়েন এই ইংলিশ তারকা।‌ এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে একটি ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার হিসেবে নাম লেখান তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষেও জ্বলে উঠতে ব্যর্থ হলেন জোফ্রা (Jofra Archer)। নাইটদের বিরুদ্ধেও একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি তিনি। ২.৩ ওভারে দেন ৩৩ রান। ফলে রাজস্থানের খারাপ সময় ইংল্যান্ড তারকা বোঝা হয়ে উঠেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ধারাবাহিকভাবে হার রাজস্থানের-

IPL 2025: লাগাতার হারে কোনঠাসা রাজস্থান, গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছেন এই খেলোয়াড় !! 3
RR vs KKR | Image: Getty Images

গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালস (RR) ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছিল। এই বছরও দল সফলভাবে টুর্নামেন্টে এগিয়ে যাবে বলে সমর্থকরা আশা করেছিলেন। কিন্তু পরপর দুই ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় একেবারে নিচে চলে গেছে রাজস্থান। সঞ্জু স্যামসনের (Sanju Samson) আঙ্গুলে চোট থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ (Riyan Parag)। তার নেতৃত্বে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ২৮৭ রান তাড়া করে ৪৪ রানে হারের সম্মুখীন হয় রাজস্থান। দ্বিতীয় ম্যাচে রিয়ানদের ৮ উইকেট হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। উল্লেখ্য পরবর্তী ম্যাচে রাজস্থান ৩০ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে।‌

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *