Ranji Trophy 2022-23: প্রথম খেলোয়াড় হিসেবে রঞ্জি ট্রফিতে এই নজির গড়লেন জয়দেব উনাদকাট !! 1

দীর্ঘ ১২ বছর পর দেশের জার্সিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলে এবার আবার একটি নজির গড়ার গড়লেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), এবার রঞ্জি ট্রফিতে আগুন ঝরাচ্ছেন এই সৌরাষ্ট্রের পেসার। ভারতীয় দলের বামহাতী পেসার বিগত কয়েক বছর ধরে বেশ ভালো পারফরমেন্স দেখিয়ে আসছেন তার ডোমেস্টিক দলের হয়ে, আবার তিনি নতুন কীর্তিমান রচনা করলেন, মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। দিল্লির ওপেনার ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও অধিনায়ক যশ ধুলকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন উনাদকাট।

মাইলস্টোন গড়লেন জয়দেব উনাদকাট

Ranji Trophy 2022-23: প্রথম খেলোয়াড় হিসেবে রঞ্জি ট্রফিতে এই নজির গড়লেন জয়দেব উনাদকাট !! 2

প্রথম ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেন তিনি। তবে এখানে থেমে থাকেনি জয়দেব উনাদকাট, হ্যাটট্রিক করার পরের ওভারে আরও দুটি উইকেট নেন উনাদকট। এরপর আউট করেন জন্টি সিধু ও ললিত যাদবকে। লক্ষ্য সেনকে আউট করে ষষ্ঠ উইকেট নিয়েছেন জয়দেব, এরপর শিভাঙ্ক বাসিস্ট ও কুলদীপ যাদবকে আউট করে অষ্টম উইকেট নেন উনাদকাট।  দিল্লি দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন ঋত্বিক শোকেন (Hrithik Shokeen), তিনি দলের হয়ে একাই ৬৮ রান বানান, সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট ৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন, ৩৫ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি দল, জবাবে ব্যাটিং করতে এসে সৈরাষ্ট্র দলের ওপেনার হার্ভিক দেশাই ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। প্রথম দিনের শেষে ৫১ রানে এগিয়ে সৌরাষ্ট্র।

Read More: IND vs SL: ভারতীয় দলে ফিরলেন জসপ্রিত বুমরাহ, খেলবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *