রোহিত শর্মার পর ভারতীয় দলে (Team India) অধিনায়ক কে হবেন সেই নিয়ে প্রায় সবসময়ই একটা আলোচনার আসর বসছে। সেটা ক্রিকেট কর্তাদের মধ্যে হোক কিংবা রকের আড্ডায়। অনেকেই মনে করছেন, রোহিত শর্মার জমানার শেষের শুরু হয়ে গিয়েছে। তাই নতুন কোন অধিনায়ককে এবার খুঁজে নেওয়া উচিত। এই সবের মধ্যে যে নামটা সবার আগে উঠে আসছে তা হল হার্দিক পান্ডিয়া। আসলে আইপিএলে নিজেদের প্রথম মরশুমেই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করানোর পর হার্দিক যেন সত্যিও ‘স্পেশাল’ হয়ে উঠেছেন। তবে এর মধ্যে আরও একটি নাম উঠে আসছে। ২০২০ সালে সৌরাষ্ট্রকে রনজি ট্রফি জেতানোর পর এবার অধিনায়ক হিসেবে বিজয় হাজারে ট্রফিও জিতে নিয়েছেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তাই এবার অনেকেই মনে করছেন, হার্দিক নয়, আগামীদিনে ভারতের যোগ্য অধিনায়ক হয়ে উঠবেন তারকা পেসার জয়দেব উনাদকাটই।
উনাদকাটের নেতৃত্বে বিজয় হাজারে জয় সৌরাষ্ট্রের
শক্তিশালী মহারাষ্ট্রের বিরুদ্ধে এমন একটা ঐতিহাসিক পারফরমেন্স করে দেখাবে সৌরাষ্ট্র, সেটা হয়তো অনেকেই ভাবেননি। তবে শুক্রবার বিজয় হাজারেতে সেটাই করে দেখিয়েছে জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) দল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিজেদের নির্ধারিত ৫০ ওভারে ২৪৮ রান তোলে। মহারাষ্ট্রের হয়ে এই ম্যাচে দুর্দান্ত একটি শতরান করে যান ঋতুরাজ গায়কোয়াড। তবে জয়দেব উনাদকাটের নেত্বত্বে ফিরে আসে সৌরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রানটি তুলে নেয় সৌরাষ্ট্র ব্রিগেড। তাদের হয়ে ব্যাট হাতে ১৩৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে যান শেলডন জ্যাকসন। তবে গোটা ম্যাচ জুড়ে যেভাবে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি উনাদকাট দলকে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। তাই আগামীদিনে তাকে জাতীয় দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হলে অবশ্যই সাফল্য আসতে পারে।
রনজি ট্রফি জেতার নজির গড়েছেন উনাদকাট
শুধু বিজয় হাজারে ট্রফি জেতা নয়, ২০২০ সালে উনাদকাটের (Jaydev Unadkat) নেতৃত্বে প্রথমবারের জন্য রনজি ট্রফি জেতার নজির গড়ে সৌরাষ্ট্র। শুধু ফাইনাল ম্যাচ নয়, সেবার গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে দেখান বাঁ হাতি এই ফাস্ট বোলার। তাই এটাই প্রথমবার নয়, আগেও অধিনায়কত্বে নিজের ক্যারিশমা দেখিয়েছেন তিনি। তাই আগামীদিনে রোহিত শর্মার পরিবর্তে অনেকেই হার্দিক পান্ডিয়াকে ভারতের নয়া অধিনায়ক হিসেবে দেখলেও, উনাদকাট কোনমতেই খারাপ পছন্দ হবেন না। টি-২০ হোক কিংবা ওয়ানডে, সব ফর্ম্যাটেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই এই পদে সাফল্য সহজেই পেতে পারেন তিনি। বর্তমানের সাফল্য সেই কথাই বলছে।
Read More: বিজয় হাজারেতে দুর্দান্ত খেলে জাতীয় দলের কড়া নাড়ছেন এই খেলোয়াড়, সুযোগ না দিলে হবে চরম অন্যায় !!