গ্বালিয়রে বাংলাদেশকে টি-২০’র আসরে গুঁড়িয়ে দিলো টিম ইন্ডিয়া (Team India)। জিতলো ৬ উইকেটের বিনিময়ে। প্রথম ব্যাটিং করে টাইগাররা তোলে মাত্র ১২৭। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলো ভারত। সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) আক্রমণে দিশাহারা হয়ে পড়েন মুস্তাফিজুর রহমান, তাস্কিন আহমেদরা। তাঁরা দু’জন সাজঘরে ফেরার পর আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর ১৬ বলে অপরাজিত ৩৯ রানের সুবাদে ১১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। টি-২০ ইতিহাসে এত বল বাকি থাকতে কখনও রান তাড়া করে জেতে নি ভারত। তৈরি হলো নতুন রেকর্ড। গ্বালিয়রে ভারতের সাফল্যের মাঝেই দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা (Sri Lanka) থেকেও এলো চমকপ্রদ খবর। নতুন কোচ বেছে নিলো তারা।
Read More: IPL 2025: দু প্লেসি বা ম্যাক্সওয়েল নয়, RCB-র রিটেনশন তালিকায় এই তরুণ তুর্কি’কে দেখছেন আকাশ চোপড়া !!
পুনরুত্থানের পথ খুঁজছে শ্রীলঙ্কা-
সাম্প্রতিক সময়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো শ্রীলঙ্কা’র (Sri Lanka)। গত বছরের এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে পা রাখলেও ভারতের বিপক্ষে জুটেছিলো লজ্জাজনক পরাজয়। ওডিআই বিশ্বকাপেও মুখ থুবড়ে পড়েছিলো লঙ্কান ক্রিকেট। ২০২৪ সালেও চিত্রটা খুব একটা আশাপ্রদ ছিলো না। জুন মাসে টি-২০ বিশ্বকাপেই (T20 World Cup) হতাশাজনক পারফর্ম্যান্স করে তারা। চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন পাথুম নিশাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গারা। গ্রুপ পর্বের বাধাও টপকাতে পারে নি তারা। ছিটকে যেতে হয়েছিলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে। এশিয়া কাপের দ্বিতীয় সফলতম দল তারা, ১৯৯৬তে জিতেছে ওডিআই বিশ্বকাপ, ২০১৪-তে টি-২০তে হয়েছে বিশ্বসেরা, পুরনো সেই শ্রীলঙ্কা দলের সাথে বর্তমান লঙ্কাবাহিনীর কোনো মিলই নেই, আক্ষেপের সুরে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।
ব্যর্থতার অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার লক্ষ্যে টি-২০ বিশ্বকাপের পর বেশ কিছু রদবদলের পথে হাঁটে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক করা হয় চরিথ আশালঙ্কাকে (Charith Asalanka)। কার্যনির্বাহী প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া হয় কিংবদন্তি অলরাউন্ডার সনৎ জয়সূর্য’কে (Sanath Jayasuriya)। আশালঙ্কা-জয়সূর্য জুটি প্রথম আলোর দিশা দেখান ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে। ১৯৯৭-এর পর প্রথমবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জেতে লঙ্কানরা। এরপর ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টেস্টে হারানোর কৃতিত্ব’ও অর্জন করে তারা। এমনকি ঘরের মাঠে লাল বলের খেলায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ’ও করে শ্রীলঙ্কা (Sri Lanka)। দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে নয়া জোয়ার এনে প্রশংসিত হন জয়সূর্য (Sanath Jayasuriya)।
স্থায়ী দায়িত্ব পাচ্ছেন জয়সূর্য’ই-
ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যের পর সনৎ জয়সূর্যকেই (Sanath Jayasuriya) স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার দাবী তীব্র হচ্ছিলো শ্রীলঙ্কান ক্রিকেটমহলে। শেষমেশ ভক্তদের দাবীকেই মান্যতা দিলো ক্রিকেট নিয়ামক সংস্থা। আজই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে কার্যনির্বাহী কোচ নন এবার থেকে জয়সূর্যের নামের পাশে যুক্ত হতে চলেছে ‘হেড কোচ’ তকমাটি। তাঁর সাথে আপাতত দেড় বছরের চুক্তি করা হয়েছে। ১ অক্টোবর ২০২৪ থেকে এই চুক্তির মেয়াদকাল ৩১ মার্চ ২০২৬ অবধি। কিউইদের বিপক্ষে টেস্ট জয় আচমকাই লঙ্কানদের এনে দিয়েছে ২০২৫-এর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের দৌড়ে। অপেক্ষা করে রয়েছে অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষ। কামিন্স-স্টার্কদের হারিয়ে ইতিহাস লেখার সংকল্প নিয়েই নতুন অধ্যায় শুরু করার কথা ভাববেন জয়সূর্য।
দেখে নিন লঙ্কান বোর্ডের বিজ্ঞপ্তি’টি-
Sri Lanka Cricket wishes to announce the appointment of Sanath Jayasuriya as the head coach of the national team.
The Executive Committee of Sri Lanka Cricket made this decision taking into consideration the team’s good performances in the recent tours against India, England,… pic.twitter.com/IkvAIJgqio
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 7, 2024