WC 2023: অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তবে এই আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর জন্য যোগ্যতা অর্জনকারী ম্যাচ চলছে। যদিও দ্বিতীয় ও চূড়ান্ত দল হিসাবে নেদারল্যান্ডস সুযোগ পেয়ে গিয়েছে। প্রথম দল হিসেবে শ্রীলংকা ইতিমধ্যে গত সপ্তাহে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে। নেদারল্যান্ডস সুপার সিক্সে স্কটল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে দ্বিতীয় স্থান অর্জন করলো, এই নেদারল্যান্ডস দলটি ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে বাইরের পথ দেখিয়ে ছিল। আপাতত ২০২৩ বিশ্বকাপের জন্য নিশ্চিত হয়ে গিয়েছে ১০ দল। ৪৬ দিন ধরে এই বিশ্বকাপ চলবে, দশটি দলের মধ্যে ৪৮ টি ম্যাচ খেলা হবে। এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু হয়েছে এবং স্টেডিয়ামের কাজও চলছে।
Read More: জন্মদিনে বিশেষ চমক দিলেন সৌরভ গাঙ্গুলী, BCCI-কে উপেক্ষা করে যুক্ত হলেন এই সংগঠনের সাথে !!
অবশিষ্ট স্থান নিশ্চিত করে নেদারল্যান্ডস প্রস্তুত ভারতে আসার জন্য। গত সংস্করণের ফাইনালিস্ট, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড আহমেদাবাদে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে যোগ্যতা অর্জনকারী দলগুলির বিরুদ্ধে ভারতের ম্যাচ ২ নভেম্বর এবং ১১ নভেম্বর। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের মতন টিম ইন্ডিয়া আবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। পাশাপাশি, দীর্ঘ ১২ বছর পর আবার ভারতের মাটিতেই বিশ্বকাপে ফিরে আসলো নেদারল্যান্ডস। ১১ নভেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। আর নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানালেন বোর্ড সভাপতি জয় শাহ (Jay Shah)।
Atithi Devo Bhava
Gefeliciteerd en welkom in Indië, @KNCBcricket.You have shown great tenacity and commitment to qualify for the Men’s Cricket World Cup 2023 in India and we eagerly look forward to having you here. 🇮🇳🇳🇱🤝 https://t.co/gS5wKirzGJ pic.twitter.com/DTKDPhtKiL
— Jay Shah (@JayShah) July 7, 2023
২০২৩ বিশ্বকাপে পৌঁছে গেল নেদারল্যান্ড
এবারের বিশ্বকাপের কোয়ালিফায়ারের কথা বলতে গেলে, প্রথম বারের জন্য ৪৬ বছরে প্রথম বিশ্বকাপ খেলতে ব্যার্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে কেবলমাত্র ১ টি জয় পায় তারা। অন্যদিকে ৩ টি করে জয় পায় নেদারল্যান্ড, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড। তবে, রান রেটের বিচারে নেদারল্যান্ড কোয়ালিফাই করে গেল ও পৌঁছে গেল ভারতে বিশ্বকাপ খেলার জন্য। ২০১১ সালে শেষবারের মতন বিশ্বকাপে দেখা গিয়েছিল দলকে তবে এরপর পরবর্তী ৮ বছর কোয়ালিফাই করতে ব্যর্থ হয় দল। এবার আবার ভারত কাঁপাতে প্রস্তুত টিম নেদারল্যান্ড।