চলতি বছরের জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হওয়ার কথা টুর্নামেন্ট। আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী গ্রুপ-এ’তে রয়েছে ভারত। তাদের সঙ্গী হচ্ছে পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড ও মার্কন যুক্তরাষ্ট্র। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু ভারতের। এরপর ৯ তারিখ ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপের বাকি দুই ম্যাচ যথাক্রমে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে ১২ ও ১৫ জুন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্ট জেতে নি টিম ইন্ডিয়া। গতবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে পৌঁছেও তরী ডুবেছে শেষমেশ। টানা ব্যর্থতার ছবিটা কুড়ি-বিশের বিশ্বকাপ জিতে বদলাতে মরিয়া ভারতীয় শিবির।
২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে হারের পর ২০২৪-এর প্রতিযোগিতাকে পাখির চোখ করেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে রণনীতি সাজিয়েছে ভারত। রোহিত, বিরাটদের মত তারকাদের বাইরে রেখে একঝাঁক তরুণ তুর্কিদের সুযোগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত দলের বিরুদ্ধে তারুণ্যের বলে বলীয়ান হয়েই মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) স্কোয়াড কেমন হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সূচি ঘোষণার পরেই। এখনও পর্যন্ত যে আভাস মিলেছে তা অনুযায়ী মনে করা হচ্ছে তারুণ্যের সাথে অভিজ্ঞতার মেলবন্ধনেই গড়া হবে দল। আফগানিস্তানের বিরুদ্ধে ফেরানো হয়েছে রোহিত-বিরাটকে। তাঁদের সাথে খেলতে পারেন রিঙ্কু সিং (Rinku Singh), তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল’রা। দীর্ঘ চোট সারিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপে ফিরতে পারেন ঋষভ পন্থ’ও (Rishabh Pant)।
Read More: IPL 2024: মরসুম শুরুর আগেই চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স, ছিটকে যাওয়ার পথে সূর্যকুমার যাদব !!
ঋষভের খেলা নিয়ে আশাবাদী জয় শাহ-
গত ২০২২ সালের ৩০ ডিসেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভোররাত্রে গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়িটি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। দ্রুতগিতেতে থাকার দরুণ উলটে যায় গাড়িটি। আগুন ধরে যায় তাতে। কোনোক্রমে প্রাণে বাঁচলেও আঘাত এড়াতে পারেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। মুখে, পিঠে, পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিলো তাঁর। ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। প্রথমে দেহরাদুনের ম্যাক্স হাসপাতাল ও পরে বিসিসিআই-এর তত্ত্বাবধানে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসা হয় ঋষভের (Rishabh Pant)। মুম্বইতেই হাঁটুর অস্ত্রোপচারও হয় তাঁর। গুরুতর অঘটনের সম্মুখীন হয়ে একটা সময় ক্রিকেটজীবনই অনিশ্চিত হয়ে গিয়েছিলো তরুণ ক্রিকেটারের।
গত বছর একটিও ম্যাচ খেলতে পারেন নি ঋষভ। আইপিএল, বিশ্বকাপ দেখেছেন মাঠের বাইরে বসে। এনসিএ-তে রিহ্যাব চলেছে তাঁর। কঠিন পরিশ্রমের পর অবশেষে ২০২৪-এর আইপিএলে (IPL 2024) তাঁর মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। ঋষভের মাঠে ফেরা নিয়ে আশাবাদী ভারতীয় বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup 2024) তাঁকে চাইছেন তিনি। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “ও (ঋষভ পন্থ) ঠিকঠাক ব্যাটিং করছে। ও উইকেটকিপিং-ও ঠিকঠাক করছে। ওকে খুব তাড়াতাড়িই ফিট ঘোষণা করা হবে। ও যদি আমাদের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে পারে, তাহলে সেটা খুব বড় ব্যাপার হবে। ও আমাদের জন্য বড় সম্পদ। ও যদি কিপিং করতে পারে, তাহলে সুযোগ পেতে পারে বিশ্বকাপে। দেখা যাক আইপিএলে কেমন পারফর্ম করে।”
শামি ও রাহুলের চোট নিয়েও মুখ খোলেন জয় শাহ-
এই মুহূর্তে চোটের কারণে ভারতীয় দলের বাইরে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami) ও কে এল রাহুল’ও (KL Rahul)। গত ওডিআই বিশ্বকাপে গোড়ালির চোট নিয়েও মাঠে নেমেছিলেন শামি। অনবদ্য বোলিং করে তুলে নিয়েছিলেন ৭ ম্যাচে ২৪ উইকেট। তবে বিশ্বকাপ মিটতেই লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হয়েছে তাঁকে। সিরিজও খেলা হয় নি তাঁর। জানা গিয়েছে আইপিএলেও থাকছেন না তিনি। চোট সারাতে ইংল্যান্ডে অস্ত্রোপচার করাতে হয়েছে শামি’কে। জয় শাহ পিটিআই-কে জানিয়েছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও ভারতে ফিরে এসেছে। ও বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজে মাঠে ফিরতে পারে।” টি-২০ বিশ্বকাপে বাংলার পেসার যে নেই, তা স্পষ্ট জয় শাহের বক্তব্যে।
গত সেপ্টেম্বরে চোট সারিয়ে ফেরার পর ছন্দে ছিলেন কে এল রাহুল (KL Rahul)। ওডিআই বিশ্বকাপে চমৎকার পারফর্ম্যান্স করেছিলেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছিলো টিম ইন্ডিয়া (Team India)। এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরিয়নের কঠিন উইকেটে ১০৭ বলে ১০১ রানের লড়াকু ইনিংসও খেলেছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এসেছিলো চমৎকার অর্ধশতক। কিন্তু হায়দ্রাবাদে খেলা চলাকালীন কোয়াড্রিসেপস পেশীতে চোট পান তিনি। বেন স্টোকসদের বিরুদ্ধে সিরিজের বাকি চার টেস্ট আর খেলা হয় নি রাহুলের। আইপিএলের (IPL) আগে তাঁর চোট সারবে? জয় শাহ জানিয়েছেন, “কে এল রাহুলের একটা ইঞ্জেকশন প্রয়োজন ছিলো। ও ইতিমধ্যেই এনসিএ-তে রিহ্যাব শুরু করেছে।”
Also Read: T20 World Cup 2024: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, কবে হবে ভারতীয় দল ঘোষণা আর কারা পাবেন সুযোগ? দেখুন এক নজরে