জয় শাহ ICC'র চেয়ারম্যান হতেই লটারি লাগলো পাকিস্তানের, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ এই টুর্নামেন্টের আয়োজন করে হবে মালামাল !! 1

ভারতীয় ক্রিকের বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) টিম ইন্ডিয়ার উন্নতির পিছনে অন্যতম বড় ভুমিকা রেখেছিলেন। এবার তিনি বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য এবার আইসিসির গুরুদায়িত্ব পালন করবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন। তবে আইসিসির এই বড় পদে বসার পর জয় শাহের সামনে রয়েছে বড় দায়িত্ব। প্রসঙ্গত, আগামী বছর পাকিস্তানে ফেব্রুয়ারি-মার্চ মাসে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে এখানে রয়েছে বড় প্রশ্ন, আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত কি আদেও পাকিস্তান যাবে ?

পাকিস্তানে আয়োজিত হবে চ্যাম্পিয়ন ট্রফি

Jay shah
Champions Trophy | Image: Getty Images

উল্লেখ্য পাকিস্তান হলো সন্ত্রাসবাদের ডেরা, যে কারণে আইসিসি পাকিস্তানের মাটিতে দীর্ঘ দুই দশক কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি। পাকিস্তান শেষবার কোন আইসিসি ট্রফির আয়োজন করেছিল ১৯৯৬ সালে। যদিও সেবার ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজন করেছিল। এমনকি ২০২৩ সালের বিশ্বকাপের কিছুদিন আগেই এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল, আর এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের হাতে। তবে ভারত, পাকিস্তানে খেলতে যায়নি, তারা সেবার তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কাতে।

অন্যদিকে প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় রশিদ লতিফ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ভারত নাকি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে এবং জয় শাহ (Jay Shah) নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ জানিয়েছেন, “জয় শাহ আইসিসির চেয়ারম্যান হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর থেকে এটা স্পষ্ট যে, পিসিবি জয় শাহকে সমর্থন দিয়েছে। তাই আমি নিশ্চিত যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান আসছে।”

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে

USA vs IND, t20 world cup 2024, team india
Indian Team | Image: Getty Images

পাশাপশি, রশিদ লতিফ জয় শাহর ভূয়সী প্রশংসাও করেছেন। তিনি মনে করেন জয় শাহের (Jay Shah) নেতৃত্বে ক্রিকেটে আরও বেশি উন্নতি ঘটবে। মন্তব্য করে তিনি বলেছেন, “জয় শাহ প্রশাসক হিসেবে যা করছেন তা খুবই দুর্দান্ত, ক্রিকেটের উন্নতিতে এবং প্রসার ঘটাতে তাঁর অবদান অনস্বীকার্য। বিসিসিআইয়ের প্রশাসক হিসেবে হোক কিংবা আইসিসির প্রশাসক হিসেবে হোক দুই ক্ষেত্রেই যথেষ্ট সফল তিনি।

প্রসঙ্গত জয় শাহ ২০১৯ সাল‌ থেকে বিসিসিআইয়ের সচিব হিসেবে কাজ করে আসছেন, দীর্ঘ ৬ বছরের ক্যারিয়ারে তিনি ভারতীয় ক্রিকেট প্রেমীদের নয়নের মনি হয়ে উঠেছিলেন। বিসিসিআইয়ের দায়িত্ব পালনের পর তিনি এবার তিনি আইসিসির মনসদে বসতে চলেছেন। চলতি বছরের নভেম্বরে শেষ হয়ে যাচ্ছে জর্জ বার্কলের মেয়াদকাল। তার পরেই ১ডিসেম্বর থেকে জয় শাহ পালন করবেন গুরুদায়িত্ব।

Read Also: Jay Shah: জয় শাহ ICC চেয়ারম্যান হওয়ায় দেউলিয়া হবে পিসিবি, পণ্ড হবে চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় আয়োজন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *