Gautam Gambhir: সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2024), এবার ভারতীয় ক্রিকেট দলের নতুন অভিযান শুরু হতে চলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল খেলতে চলেছে আসন্ন বিশ্বকাপ।
২০০৭ সালে শেষবারের মতন ২০ ওভারের ফরম্যাটে ভারতীয় দল তাদের প্রথম ও একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয় করেছিল। ২০১৪ সালে দ্বিতীয়বার ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও ভারতীয় দল হয়েছিল ব্যার্থ। পাশাপাশি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল।
ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর
তবে বিশ্বকাপের পাশাপাশি বোর্ড কর্তাদের চিন্তার বিষয় হয়ে উঠেছে নতুন হেড কোচকে নিয়ে। ২৭ মে, হেড কোচের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আসন্ন বিশ্বকাপের পর বর্তমান কোচ রাহুল দ্রাবিড়রের (Rahul Dravid) সময়কাল শেষ হচ্ছে, তাই বিসিসিআই (BCCI) তাদের পরবর্তী কোচকে খোঁজার জন্য মোরিয়া হয়ে উঠেছে।
বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ও কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) হতে চলেছেন টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ। তবে, এখনও পর্যন্ত এবিষয়ে গম্ভীর বা বিসিসিআইয়ের কোনো আধিকারিকই মুখ খোলেননি।
Read More: IPL শেষে ঘোষিত একাদশ, বাদের তালিকায় রোহিত-যশস্বী, সু্যোগ পেলেন বিরাট কোহলি !!
গম্ভীরের পিছু ছাড়তে নারাজ জয় শাহ
গতকাল মেগা ফাইনালের পর, বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) গম্ভীরকে আইপিএল খেতাব জেতার জন্য শুভেচ্ছা জানান। তবে, সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গম্ভীরকে দেখতে পেয়ে তার দিকে ধাওয়া করেন জয়, গম্ভীরের কাছে দৌড়ে গিয়ে জয় বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাকে শুভেচ্ছা বার্তা দিয়ে তাকে জড়িয়ে ধরেন। প্রসঙ্গত, ভারতীয় দলের কোচ হতে গেলে তাকে ভারতীয় দলের সঙ্গে আগামী ৩ বছর থাকতে হবে।
২০২৭ সাল পর্যন্ত থাকবে তার কার্যসীমা। তবে, এই পরিস্থিতিতে গম্ভীর যদি ভারতীয় দলের কোচ হন তাহলে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। আবার এটাও জানা গিয়েছে, শাহরুখ খান নাকি আগামী কয়েক মরসুমের জন্য গম্ভীরকে ব্ল্যাংক চেক দিয়ে কলকাতা দলের মেন্টর হিসাবে নিয়োগ করেছেন। একাধিক বিদেশি কোচ ভারতীয় দলের কোচ হওয়ার জন্য অস্বীকার জানিয়েছেন, এই পরিস্থিতিতে গম্ভীর আদেও ভারতীয় দলের কোচ হবেন কিনা তা নিয়ে তৈরি হয়ে রয়েছে জল্পনা।
Jay Shah is obsessing over Gautam Gambhir, similar to how Shah Rukh Khan did in Darr with Juhi Chawla 😭
Seems he wants him as a head coach at any cost.pic.twitter.com/hwuAzC2b60
— Abhishek (@vicharabhio) May 27, 2024