jay-shah-set-to-become-icc-chairman

ক্রিকেট প্রশাসক হিসেবে গত কয়েক বছরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জয় শাহ (Jay Shah)। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র ক্রিকেট কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেছিলেন নিজের রাজ্য গুজরাতে। প্রথমে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (GCA) সহ-সচিব পদে ছিলেন তিনি। এরপর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ ক্রমেই উর্দ্ধমুখী। ২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যখন ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা -এর প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তাঁর সাথেই সচিব হিসেবে বিসিসিআই -এর অলিন্দে আগমন জয় শাহের (Jay Shah)। মেয়াদ ফুরানোর পর সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে সৌরভকে। কিন্তু প্রথা ভেঙে নিজের পদে এখনও বহাল জয় শাহ। নতুন সভাপতি রজার বিনি’র (Roger Binny) সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন বোর্ডের দায়িত্ব। গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার মুখ হয়ে উঠেছেন তিনিই।

কেবল দেশে নয়, এশিয়া মহাদেশের ক্রিকেটেও নিজেকে উচ্চাসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন জয় শাহ (Jay Shah)। ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। চলতি বছরেই সর্বসম্মতিক্রমে দ্বিতীয় দফায় এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আইসিসি’র অন্দরেও জয় শাহের মতের যে যথেষ্ঠ ওজন রয়েছে তাও স্পষ্ট দিনের আলোর মত। “এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হলেন জয় শাহ,” ক্রিকেটের আঁতুড়ঘর মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতি মার্ক নিকোলাস (Mark Nicholas) অবধি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন সেই কথা। দেশ-মহাদেশ ছাড়িয়ে এবার সম্ভবত গোটা ক্রিকেট বিশ্বে নিজের আধিপত্য কায়েম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন জয় শাহ (Jay Shah)। বাইশ গজের দুনিয়ায় জোর গুঞ্জন বিসিসিআই সচিবের পদ ছেড়ে এবার আইসিসি সভাপতি হওয়ার দিকে এগোতে চান তিনি।

Read More: ৬,৬,৬,৬,৬,৬…বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ক্রিস গেইল, ‘ইউনিভার্স বস’-এর তাণ্ডবে তছনছ দক্ষিণ আফ্রিকা !!

জয় শাহের পরবর্তী গন্তব্য কি ICC?

Jay Shah | Image: Twitter
Jay Shah | Image: Twitter

আগামী ১৯ থেকে ২২ জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসি’র (ICC) সাধারণ বার্ষিক সভা রয়েছে। সেদিকে নজর রয়েছে অনেকের। অ্যাজেন্ডায় নতুন সভাপতি নির্বাচন নেই, বরং নতুন অ্যাসোসিয়েট মেম্বার ডায়রেক্টর বেছে নেওয়া হতে চলেছে। তিনটি পদের জন্য দৌড়ে রয়েছেন অন্তত ১১ জন প্রার্থী। কিন্তু তাও দ্বীপরাষ্ট্রের বৈঠক থেকেই পরবর্তী সভাপতি কে হবেন তার আভাস পাওয়া যাবে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। গত ফেব্রুয়ারি মাসেই আইসিসি নিজেদের সভাপতিত্বের মেয়াদকাল পরিবর্তন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২ বছর করে হত মেয়াদকাল। একজন ব্যক্তি তিন দফায় থাকতে পারতেন সভাপতি পদে। বর্তমানে তা বদল করে মেয়াদকাল করা হয়েছে ৩ বছরের। একজন ব্যক্তি সভাপতি থাকতে পারবেন ২টি দফায়।

নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay) এতদিন ছিলেন আইসিসি’র (ICC) সভাপতি পদে। মেয়াদ ফুরোচ্ছে তাঁর। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে নভেম্বর মাসে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হতে পারে। যদি কলম্বোতে প্রস্তাব পান জয় শাহ (Jay Shah), তাহলে বিসিসিআই ছেড়ে আইসিসি’তে যাবেন কিনা তা ভাবার জন্য তাঁর হাতে মাস তিনেক মত সময় থাকবে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিসিসিআই-এর রয়েছে একচ্ছত্র দাপট। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে যদি জয় শাহ (Jay Shah) আইসিসি সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তাহলে তাঁর বিরুদ্ধে দাঁড়াবার জন্য হয়ত কোনো প্রার্থীই পাওয়া যাবে না। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কুরসী দখল করতে পারেন তিনি। তবে শেষমেশ ভারত ছেড়ে দুবাইয়ের পথে তিনি পা বাড়ান কিনা সেই সিদ্ধান্ত নির্ভর করছে শাহের উপরেই।

Also Read: IND vs ZIM: শতকের মাইলফলক ছুঁয়েই গুরু’র আশীর্বাদ নিলেন অভিষেক শর্মা, ভাইরাল মন ভালো করা ভিডিও !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *