আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন জয়, আগামী ১ ডিসেম্বর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পেতে চলেছেন জয় শাহ। অন্যদিকে, অরুণ জেটলির সন্তান রোহান জেটলি হতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব।
আইসিসির বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের। তার মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হতে চলেছে। বার্কলে গত ২০ আগস্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি পরপর তৃতীয় বারের জন্য আইসিসির চেয়ারম্যান পদে বসতে চান না, ২০২০ সল থেকে তিনি এই পদে নিযুক্ত ছিলেন। আগামী নভেম্বরেই ইতি হবে তার চার বছরের ক্যারিয়ারের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রধান হলেন জয় শাহ
নতুন আইসিসি চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিল ছিল ২৭ অগস্ট। মনোনয়ন জমা পড়ার পর ভোটাভুটির মাধ্যমেই বাছাই করে নেওয়া হতো নতুন আইসিসির চেয়ারম্যানকে। তবে, আইসিসির চেয়ারম্যান পদে কেবলমাত্র একজন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন, আর সেটা হলেন জয় শাহ (Jay Shah)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হওয়ার পাশাপাশি, শাহ বর্তমানে আইসিসির অর্থ ও বাণিজ্য উপ-কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। অক্টোবর ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের (BCCI) সেক্রেটারির ভূমিকা পালন করছেন জয়। এরপর ২০২১ সালের জানুয়ারি মাসে থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর বেশ খুশি জয় শাহ (Jay Shah)। মন্তব্য করে তিনি বলেছেন, “আমাকে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাব। বর্তমানে, ক্রিকেটের আরও বেশি প্রচার ও প্রসারের প্রয়োজন রয়েছে। ক্রিকেটে অনেক ধরণের প্রযুক্তি ও বিশ্বকাপের মতন আসর গুলিকে বিশ্ব বাজারে নিয়ে যেতে চাই।”