ct-2025-pcb-to-face-huge-losses

বিসিসিআই ছাড়ছেন জয় শাহ (Jay Shah)। ২০১৯ থেকে তিনি ছিলেন ভারতীয় বোর্ডের সচিব পদে। প্রথম দফায় তাঁর কার্যকালের মেয়াদ ফুরিয়েছিলো ২০২২-এ। প্রথা ভঙে দ্বিতীয় দফায় দায়িত্ব পান তিনি। মেয়াদকাল ছিলো ২০২৫ অবধি। কিন্তু তা ফুরানোর আগেই পদ ছাড়ছেন তিনি। দুঁদে ক্রিকেট প্রশাসক অবশ্য বিদায় জানাচ্ছেন না বাইশ গজের দুনিয়াকে। বরং বিসিসিআই থেকে এক ধাপ এগিয়ে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসতে চলেছেন তিনি। নভেম্বরের শেষে মেয়াদ ফুরোচ্ছে বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে’র (Greg Barclay)। ১ ডিসেম্বর থেকে সেই চেয়ারে বসতে চলেছেন জয় শাহ (Jay Shah)। তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসি’র চেয়ারম্যান পদে বসছেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ পদে পঞ্চম ভারতীয় হতে চলেছেন তিনি।

Read More: পার্থে ভারতীয় পেসারদের ধ্বংসযোগ্য, ১০৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস !!

সম্প্রচার স্বত্ব সোনি স্পোর্টসের হাতে-

Jay Shah | Image: Getty Images
Jay Shah | Image: Getty Images

এতদিন বিসিসিআই-এর পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন জয় শাহ (Jay Shah)। স্বার্থের সংঘাত এড়াতে সেই পদ’ও ছাড়তে হবে তাঁকে। সূত্রের খবর বর্তমান পিসিবি প্রধান মহসীন নকভি এসিসি’র প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন। বিদায় নেওয়ার পূর্বে বড়সড় সিদ্ধান্ত নিলেন জয় শাহ। ২০২৪ থেকে ২০৩১ সাল অবধি এসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলির সম্প্রচার স্বত্ব তিনি তুলে দিলেন সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে। এতদিন এশিয়া কাপের (ACC Asia Cup) মত টুর্নামেন্ট দেখা যেত স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। অনলাইনে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে হলে চোখ রাখতে হত ডিজনি-স্টারের মালিকানাধীন ডিজনি+হটস্টারে। কিন্তু আগামী আট বছর ঠিকানা বদল হচ্ছে টুর্নামেন্টের। সোনি স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলির পাশাপাশি সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে খেলা।

ঐতিহাসিক এই চুক্তির খবর জয় শাহ (Jay Shah) নিজেই প্রকাশ করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তিনি লেখেন, “এসিসি মিডিয়ার তরফে সোনি স্পোর্টস ইন্ডিয়া’র সাথে আমাদের চুক্তির বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত বোধ করছি। ২০২৪ থেকে ২০৩১ সালের এসিসি এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কেবলমাত্র সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতেই তুলে দেওয়া হচ্ছে। গতবার সম্প্রচার স্বত্ব থেকে যে অর্থ পাওয়া গিয়েছিলো তার থেকে ৭০ শতাংশ বেড়েছে বর্তমান চুক্তির মূল্য। এই ঐতিহাসিক চুক্তিটি আদতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এসিসি টুর্নামেন্টগুলির বাড়তে থাকা গুরুত্বের পরিচায়ক। সোনির দক্ষতাকে কাজে লাগিয়ে দর্শকদের এক দুর্দান্ত অভিজ্ঞতা দান করতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী, যা এশীয় ক্রিকেটে নয়া বেঞ্চমার্ক তৈরি করবে।”

দেখুন জয় শাহের ট্যুইট’টি-

শাহের আমলে কি ভবিষ্যৎ ভারত-পাক ম্যাচের ?

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

ভারত ও পাকিস্তান দ্বন্দ্বে এই মুহূর্তে উত্তাল ক্রিকেটমহল। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে পাকিস্তানে যেতে রাজী নয় টিম ইন্ডিয়া (Team India)। তারা চায় হাইব্রিড মডেল। পিসিবি আবার আপোষে রাজী নয়। এই নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে তীব্র দড়ি-টানাটানি। এই আবহেই জয় শাহের (Jay Shah) আইসিসি চেয়ারম্যান হওয়া কৌতূহল বাড়িয়েছে ক্রিকেটজনতার। বিসিসিআই সচিব হিসেবে পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাঁর।  গত বছরের এশিয়া কাপের ক্ষেত্রেও একই অবস্থান ছিলো তাঁর। আইসিসি’র সর্বোচ্চ পদে বসে তিনি ভারতের দাবীতেই সিলমোহর দেন নাকি নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করেন সেদিকেই তাকিয়ে অনেকে। ভারতে আয়োজিত হতে চলা টুর্নামেন্টগুলি বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান’ও। সেই ইস্যুতে কি হয় জয় শাহের অবস্থান? নজর থাকবে সেদিকেও।

Also Read: IND vs AUS 1st Test: KL রাহুলের আউট ঘিরে তুঙ্গে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেন রবিন উথাপ্পা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *