javed-akhtar-defends-shami-on-twitter

‘রোজা’ না রেখে কট্টরপন্থীদের নিশানায় ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। রমজান মাসে সাধারণত ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝে কোনোরকম খাদ্য বা পানীয় গ্রহণ করেন না। কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল চলাকালীন শামি’কে দেখা গিয়েছিলো ইলেক্ট্রোলাইট পান করতে, এতেই চটেছেন মুসলিম সমাজের একাংশ। আগুনে ঘি ঢেলেছেন অল ইন্ডিয়া মুসমিল জামাত সংস্থার সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজভি বেরেইলভি। সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “… উপবাস না করে শরিয়ার চোখে বড়সড় পাপ করেছেন মহম্মদ শামি।” ভারতীয় পেস তারকার গায়ে ‘অপরাধী’ তকমাও সেঁটে দেন তিনি। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে গোটা দেশে। সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন শামি’র (Mohammed Shami) সমর্থনে। তিনি পাশে পেয়েছেন কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারকেও।

Read More: CT 2025 IND vs NZ: তৃতীয় ট্রফি’র লক্ষ্যে মাঠে নামছে ভারত, স্পিনেই লুকিয়ে কিউই বধের ফর্মূলা !!

শামি’র হয়ে মুখ খুললেন জাভেদ আখতার-

Mohammed Shami and Rohit Sharma | Image: Getty Images
Mohammed Shami and Rohit Sharma | Image: Getty Images

‘ধর্ম আগে না দেশ?’ এই প্রশ্ন ঘিরে সোশ্যাল মিডিয়া যখন উত্তাল তখন মহম্মদ শামি’র (Mohammed Shami) দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন জাভেদ আখতার (Javed Akhtar)। ‘শোলে’, ‘দিওয়ার’-এর মত সুপারহিট ফিল্মের চিত্রনাট্যকার টিম ইন্ডিয়ার পেস তারকাকে অনুরোধ করেছেন কট্টরপন্থীদের পাত্তা না দেওয়ার। “শামি সাহেব, দুবাইয়ের তপ্ত দুপুরে তোমার জল পান করা নিয়ে যেসব ধর্মান্ধ মূর্খদের সমস্যা রয়েছে তাদের তুমি বিন্দুমাত্র পাত্তা দিও না। এই বিষয়ে ওদের কথা বলার কোনো এক্তিয়ারই নেই। মহান ভারতীয় দল, যারা প্রতি মুহূর্তে আমাদের গর্বিত করছে, তুমি তার একজন সদস্য। তোমার ও গোটা দলের জন্য আমার শুভেচ্ছা রইলো।” সুর চড়িয়েছেন হরভজন সিং-ও (Harbhajan Singh)। “আমার মনে হয় খেলাধুলাকে আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিৎ।” দুবাইয়ের গরমে ‘জল’ খাওয়া যে জরুরী, তাও জানিয়েছেন ভাজ্জি।

দিনকয়েক আগে অধিনায়ক রোহিত শর্মা’কে ‘মোটা’ বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন কংগ্রেসের মুখপাত্র ডক্টর শামা মহম্মদ (Shama Mohamed)। ‘রোজা’ ইস্যুতে মুখ খুলেছেন তিনিও। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, “ইসলাম ধর্ম অনুসারে রমজান মাসে কেউ যদি ভ্রমণ করে তাহলে তাঁর উপবাস করার প্রয়োজন হয় না। মহম্মদ শামি এই মুহূর্তে নিজের বাড়িতে নেই। তিনি খেলার সময় মাঠে তৃষ্ণার্ত হতেই পারেন। খেলার সময় আপনাকে যে উপবাস করতেই হবে, এমন বাধ্যবাধকতা আপনার উপর কেউ চাপিয়ে দিচ্ছে না।…” একই কথা শোনা গিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহিলের গলাতেও। “মহম্মদ শামি বাইরে রয়েছেন। উনি চাইলে উপবাস নাও রাখতে পারেন। তার জন্য ওনার দিকে কারও আঙুল তোলার কোনো এক্তিয়ার নেই,” বলেছেন তিনি।

কট্টরপন্থীদের একহাত নিলেন শামির ভাই-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

অহেতুক বিতর্কে বিরক্ত শামি’র (Mohammed Shami) পরিবার’ও। তাঁর ভাই মুমতাজ সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “ও দেশের হয়ে খেলছে। বহু পাকিস্তানী খেলোয়াড়’ও ‘রোজা’ না রেখেই ম্যাচ খেলছে। এটা নতুন কিছু নয়। এটা খুবই লজ্জার বিষয় যে এই জাতীয় মন্তব্য ওকে (শামি’কে) উদ্দেশ্য করে করা হচ্ছে। আমরা মহম্মদ শামি’কে অনুরোধ করবো এই দিকে নজর না দিয়ে ৯ তারিখের ম্যাচের জন্য প্রস্তুত হতে।” ক্রিকেট তারকা নিজে অবশ্য নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেন নি। তিনি দুবাইতে ফাইনালের প্রস্তুতিতে নিমগ্ন। দীর্ঘ চোট সারিয়ে সদ্যই জাতীয় দলে ফিরেছেন শামি (Mohammed Shami)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিন উইকেট জমা পড়েছে তাঁর ঝুলিতে। রবিবারের ফাইনালেও নতুন বল হাতে প্রতিপক্ষ টপ-অর্ডারে ভাঙন ধরানোর দায়িত্ব থাকবে শামি’র কাঁধে।

Also Read: CT 2025 IND vs NZ Preview: সৌরভদের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া রোহিতবাহিনী, পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাচ্ছে কিউইদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *