IPL 2025: এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নতুন উদ্যমে টুর্নামেন্টে যাত্রা শুরু করতে চলেছে। ইতিমধ্যেই তারা ‘স্পিরিট কোচ’ হিসাবে জ্যাকি শ্রফকে (Jackie Shroff) নিযুক্ত করে চমক দিয়েছে। তবে তারকা পেসার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) চোট দলকে চিন্তার মধ্যে রেখেছে। বুমরাহ দলের বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেন। ফলে তার চোটের বিষয়টি কর্মকর্তাদের রীতিমতো ভাবাচ্ছে। কবে সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন জসপ্রীত (Jasprit Bumrah) এবার সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। প্রথম দিকে মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর আইপিএলে পাবে না এই তারকা পেসারকে।
আইপিএলে শুরুতে নেই জসপ্রীত বুমরাহ-

ভারতীয় তারকা পেসার বুমরাহ (Jasprit Bumrah) অস্ট্রেলিয়ার মাটিতে সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি এই গুরুত্বপূর্ণ সিরিজে ৫ ম্যাচে ৩২ টি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। কিন্তু সিরিজের শেষ ম্যাচ চলাকালীন জসপ্রীত (Jasprit Bumrah) চোটের মুখে পড়েন। সিডনিতে ম্যাচের দ্বিতীয় দিনে পিঠে চোট পান তিনি। উল্লেখ্য ২০২৩ সালে এই তারকা ক্রিকেটারের পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল। বর্তমানে বুমরাহ বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অফ এক্সিলেন্সে ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তুলছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর তিনি আসন্ন আইপিএলে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সূত্র অনুযায়ী চোট সারিয়ে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এপ্রিলের প্রথম দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে যোগ দেবেন। কিন্তু তিনি এই বছর আইপিএলে কতগুলি ম্যাচ খেলবেন এবং কোন তারিখে দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিতভাবে জানা যাইনি।
আইপিএল ২০২৫-এ মুম্বাইয়ের যাত্রাপথ-

গত বছর আইপিএলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে গ্রুপ তালিকায় একেবারে নিচে শেষ করে। এই বছর টুর্নামেন্টে ২৩ মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে যাত্রা শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান (MI vs CSK)। ২৯ মার্চ আহমেদাবাদে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা (MI vs GT)। এরপর ঘরের মাঠে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের (MI vs KKR) বিরুদ্ধে মাঠে নামবে। অন্যদিকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) না থাকলেও দলে একাধিক ভরসাযোগ্য পেসার রয়েছে। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রেন্ট বোল্ট (Trent Boult), দীপক চাহার (Deepak Chahar), রিস টপলি (Reece Topley), করবিন বোশ (Corbin Bosch), অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) বাড়তি দায়িত্ব নিতে হবে।