আজ শ্রীলঙ্কার বিপক্ষে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিলো ভারত।আর এই ম্যাচে খেলতে নেমে দুরন্ত কৃতিত্বের অধিকারী হলেন জসপ্রীত বুমরাহ।করুনারত্নের দলের বিরুদ্ধে কেরিয়ারের শততম একদিবসীয় উইকেট টি পাওয়া হয়ে গেল ভারতের এই তারকা পেসার এর।মাত্র ৫৭ ম্যাচে এমন দুরন্ত কৃতিত্বের অধিকারী হলেন বুমরাহ।প্রসঙ্গত, এদিন দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে এমন দুরন্ত কৃতিত্বের অধিকারী হলেন তিনি।
আজ লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে এমন দুরন্ত কৃতিত্ব গড়ার থেকে মাত্র এক উইকেট দুরে থমকে ছিলেন এই ভারতীয় বোলার।ম্যাচের নিজের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট তুলে নিয়ে এমন দারুন কৃতিত্বের অধিকারী হলেন তিনি।বছর ৩১ এর শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন।
মাত্র ৫৭ ম্যাচে একদিবসীয় ক্রিকেটের শততম উইকেট টি তুলে নিলেন বুমরাহ।তার আগে দ্রুততম বোলার হিসেবে এই কৃতিত্ব স্পর্শ করেছিলেন মহম্মদ শামি।গত জানুয়ারি মাসে মাত্র ৫৬ ম্যাচে এমন দুরন্ত কৃতিত্বের অধিকারী হয়েছিলেন শামি।তালিকায় দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন বুমরাহ।প্রসঙ্গত ,তারপর এই তালিকায় আছেন ইরফান পাঠান এবং জাহির খান।ইরফান নিয়েছিলো ৫৯ টি ম্যাচ, যেখানে জাহির নিয়েছিলেন ৬৫ টি ম্যাচ।
প্রসঙ্গত, সামগ্রিক বিশ্ব ক্রিকেটের নিরিখে এই রেকর্ডের ক্ষেত্রে নবম স্থানে রয়েছেন বুমরাহ।তালিকায় যুগ্ম ভাবে সাত নম্বর স্থানে আছেন শামি।
গতদিন একই কৃতিত্ব অর্জন করেছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি ।এক্ষেত্রে তার খরচ হয়েছিল ৫৪ টি ম্যাচ।
দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা দল বোলারের তালিকা
রাশিদ খান ( আফগানিস্তান )
মিচেল স্টার্ক ( অস্ট্রেলিয়া )
সাকলাইন মুস্তাক ( পাকিস্তান )
শেন বন্ড ( নিউজিল্যান্ড )
মুস্তাফিজুর রহমান ( বাংলাদেশ )
ব্রেট লি ( অস্ট্রেলিয়া )
ট্রেন্ট বোল্ড ( নিউজিল্যান্ড )
মহম্মদ শামি ( ভারত )
জসপ্রীত বুমরাহ ( ভারত )
ইমরান তাহির ( সাউথ আফ্রিকা )
প্রসঙ্গত, করুনারত্নের উইকেট টি ছিলো বুমরাহর কেরিয়ারের ২০০ তম আন্তর্জাতিক উইকেট।