তারকা ক্রিকেটারদের চোট সমস্যা সব সময় দলকে চিন্তার মধ্যে রাখে। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একাধিক চোট সমস্যার সম্মুখীন হয়েছে ভারতীয় দল। এর ফলে একাদশে বারবার পরিবর্তন করতে হয়েছে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। চলতি টেস্ট সিরিজে চোটের কারণে তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) সহ তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ (Rishabh Pant) দল থেকেই বাদ পড়েছেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) চোট যাতে বৃদ্ধি না পায় তা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই চিন্তার মধ্যে ছিলেন নির্বাচকরা। এবার এই তারকা ক্রিকেটারকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!
এশিয়া কাপ থেকে বাদ জসপ্রীত-

শেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু এই টেস্ট সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যান তিনি। ফলে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) ভারতীয় দলের অংশ ছিলেন না জসপ্রীত (Jasprit Bumrah)। এরপর এই তারকা পেসার ধীরে ধীরে সুস্থ হয়ে আইপিএলের (IPL 2025) মঞ্চে কামব্যাক করেন। অন্যদিকে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজে তিনি দলে জায়গার পাওয়ার পরেই ঠিক হয়ে গেছিল মাত্র তিনটি ম্যাচ অংশগ্রহণ করবেন।
তবে দল ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার কারণে মনে করা হচ্ছিল তাকে ওভাল টেস্টে ভারতীয় একাদশে দেখা যাবে। কিন্তু আবারও জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) চোট সমস্যা দলের জন্য সমস্যার কারণ উঠেছে। পিঠের চোট যেন আর বৃদ্ধি না পায় সেই কারণে পঞ্চম টেস্টের মাঝেই দল থেকে বুমরাহকে (Jasprit Bumrah) ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই বছর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের (Asia Cup 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। সূত্র অনুযায়ী এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও চোটের কারণে এই তারকা পেসার দলের বাইরে থাকবেন।
এশিয়া কাপ নিয়ে জটিলতা-

প্রকাশিত ক্রীড়াসূচি অনুযায়ী এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে এই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং। এই দলগুলোকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। গ্ৰুপ ‘এ’-তে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে গ্ৰুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচটি ১৪ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে।
কিন্তু সাম্প্রতিক সময় কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পিছনে পাকিস্তানের যোগ থাকায় ভারত কড়া পদক্ষেপ গ্রহণ করে। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই কারণে আর আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে ভারত এবং পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WLC) পাকিস্তানের বিপক্ষে লিগ পর্যায়ের ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচ বয়কট করেছে ভারতের কিংবদন্তী ক্রিকেটাররা। এরপরই এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচটি বাতিল করার জন্য অসংখ্য ক্রিকেট ভক্ত অনুরোধ করছেন। ইতিমধ্যেই বিসিসিআইয়ের (BCCI) ওপর চাপ সৃষ্টি হয়েছে। ফলে আসন্ন এশিয়া কবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।