IND vs ENG: ভারতীয় দল আগামীকাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছে। ইতিমধ্যেই ইংল্যান্ড প্রকাশ করেছে যে প্রথম ম্যাচের একাদশ নিয়েই তারা এই গুরুত্বপূর্ণ ম্যাচেও লড়াই করবে। কিন্তু ভারতীয় দলের একাদশ কীরকম হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। প্রথম ম্যাচের হার প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। ফলে নতুন করে একাদশ সাজাচ্ছেন তিনি। এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ খবর সামনে এলো। সূত্র অনুযায়ী কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে জায়গা পাবেন না।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই ভোলবদল বিসিসিআইয়ের, টি-20 দলের ক্যাপ্টেন হচ্ছেন পরাগ !!
একাদশ থেকে বাদ বুমরাহ-

শেষ ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) বর্ডার-গাভাস্কার ট্রফিতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বিধ্বংসী ফর্মে ছিলেন। কিন্তু এই সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে চলে যান। এর ফলে বর্তমানে সুস্থ হয়ে ফিরে এলেও এখুনি তার ওপর ম্যাচের চাপ বৃদ্ধি করতে চাইছে না বিসিসিআই (BCCI)। যার ফলে রোহিত শর্মার (Rohit Sharma) পর টেস্ট ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) নাম এগিয়ে থাকলেও শুভমান গিলকে (Shubman Gill) বেছে নেওয়া হয়। এবার ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সম্ভবত বুমরাহকে বিশ্রাম দিতে চলেছেন গৌতম গম্ভীর।
ভারতীয় দলের প্রধান কোচ প্রথম টেস্টে হারের পর এই তারকা পেসারের বিষয়ে বলেছিলেন, “ফলাফল যাই হোক না কেন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ওপর কাজের চাপ যাতে না পড়ে তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার কোনো পরিবর্তন ঘটবে না।” অন্যদিকে দ্বিতীয় টেস্ট এবং তৃতীয় টেস্ট ম্যাচের মধ্যে মাত্র ৩ দিনের ব্যবধান রয়েছে। ফলে সূত্র অনুযায়ী ঝুঁকি না নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হবে। তৃতীয় টেস্ট সিরিজে আবার ফিরে আসবেন এই তারকা পেসার। উল্লেখ্য তিনি প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ টি উইকেট সংগ্রহ করেছিলেন।
জায়গা পাবেন না কুলদীপ যাদব-

ইংল্যান্ডের পরিস্থিতি অনুযায়ী রিস্ট স্পিনাররা সাহায্য পাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর ফলে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু একাদশের ভারসাম্য বজায় রাখতে গিয়ে এই স্পিনারকে দলে জায়গা দেওয়া কঠিন বিষয় হয়ে উঠেছে। পরিস্থিতি অনুযায়ী একাদশে তিনজন পেসারকে বেছে নিতেই হবে। অন্যদিকে ৭ নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার প্রায় গুছিয়ে এনেছেন কর্মকর্তারা। ফলে এর মধ্যে কুলদীপ যাদব (Kuldeep Yadav) জায়গা পাবেন না বলেই খবর সামনে এসেছে।
এই বিষয়ে সহকারী কোচ রায়্যান টেন ডেসকাট (Rayan Ten Doeschate) জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) একাদশে নেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য কুলদীপ যাদব (Kuldeep Yadav) শেষবার গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন। তিনি এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩ টি টেস্ট ম্যাচে মোট ৫৬ টি উইকেট সংগ্রহ করেছেন।