কলকাতা নাইট রাইডার্স দলের কোচের থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) । ক্রিকেট বিষয়ক সিনেমায় অভিনয় করার সুবাদে জাহ্নবী কাপুরকে ভক্তরা তার ব্যাটিং স্কিল নিয়ে সমাজ মাধ্যমে প্রশ্ন করতে শুরু করে দিয়েছিলেন। অভিনেত্রী ভক্তদের প্রশ্নে সাড়া দিয়ে জানিয়েছেন, তিনি নাকি আইপিএলে প্লেয়াররা যত সময় ধরে প্রশিক্ষণ চালান তার থেকেও বেশি সময় ধরে প্রশিক্ষণ চালাতেন তার ব্যাটিংয়ে উন্নতির জন্য। জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ গত ৩১মে শুক্রবার মুক্তি পেয়েছে। প্রথম দিনেই ৬.৮৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।
KKR’ দলের কোচের থেকে প্রশিক্ষণ নিয়েছেন জাহ্নবী

জাহ্নবী জানান তিনি তার ব্যাটিং প্রসক্ষক হিসাবে কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচ অভিষেক নায়ারের থেকে কোচিং নিতেন। প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটারদের মতন অভিষেক তাকে প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয় জাহ্নবী তার নতুন মুভিতে অভিনয়ের জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের সঙ্গে একটি প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন।
জাহ্নবী (Janhvi Kapoor) মন্তব্য করে বলেন, “আমার কোচ আসলে কেকেআর-এর (সহকারী) কোচ, অভিষেক নায়ার। তিনি তার প্রশিক্ষণ শিবিরে আমাকে যেমন ভাবে প্রশিক্ষণ দিয়েছেন ঠিক তেমন ভাবেই তিনি দলের (KKR) বাঁকি প্লেয়ারদের একই ভাবেই প্রশিক্ষণ দিয়ে থাকেন। এমনকি আমি ক্রিকেটার দীনেশ কার্তিকের থেকেও সাহায্য পেয়েছি। আমার ট্রেনিংয়ের প্রোগ্রামটি কার্তিকের মতোই ছিল, আমি কমবেশি ক্রিকেট নিয়ে জানি। কারণ ছোট বেলায় আমরা গালি ক্রিকেট অনেক খেলেছি, তবে পেশাদার ক্রিকেট সম্পূর্ণ আলাদা। এখানে প্রযুক্তিগত জ্ঞান, বলের টাইমিং বোঝা জরুরি।“
Janhvi Kapoor received cricket training from Abhishek Nair for her role in the movie "Mr. & Mrs. Mahi."#MrAndMrsMahi #JanhviKapoor pic.twitter.com/OA0nEkXAcD
— Swapnil Vats (@iamswapnilvats) May 31, 2024
সিনেমার প্রমোশনে মাঠে হাজির হয়েছিলেন জাহ্নবী

প্রশিক্ষিনের ময়দানে দীনেশ কার্তিকের ব্যাট ব্যাবহার করতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। এমনকি সিনেমার প্রোমোশনের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত হওয়া ওয়ানখেড়ে ময়দানে মাঠে উপস্থিত হয়েছিলেন তিনি। সিনেমা প্রোমোশনের জন্য তিনি একটি শর্ট পরিধান করেছিলেন যেখানে জামার উপরেই ‘মাহি ৬‘ বলে লেখা ছিল এবং শার্টের পিছনে লেখা ছিল, “ক্রিকেটই জীবন আর জীবনই ক্রিকেট।“