IPL 2025: মিচেল স্টার্কের বদলি ক্রিকেটার খুঁজে পেলো দিল্লি, এই কিংবদন্তি বাকি মরসুম জুড়ে করবেন তান্ডব !! 1

IPL 2024: আইপিএলে প্রতি বছর অসংখ্য বিদেশি তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। এই বছর আইপিএলে‌ও আমরা একাধিক বিদেশি ক্রিকেটারদের দুরন্ত পারফর্মেন্স করে ফ্রাঞ্চাইজিগুলিকে ভরসা দিতে দেখেছি। অন্যদিকে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে আইপিএল (IPL 2025) এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। কবে আবার এই টুর্নামেন্ট পুনরায় শুরু হবে তা এখনও জানা যাইনি। সূত্র অনুযায়ী বিসিসিআই (BCCI) খুব তাড়াতাড়ি ২০২৫ আইপিএলের নতুন ক্রীড়াসূচী প্রকাশ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু অনেক বিদেশি ক্রিকেটারের ভারতে আইপিএলের জন্য ফিরে আসার সম্ভাবনা খুবই কম। ফলে মিচেল স্টার্কের (Mitchell Starc) বদলি ক্রিকেটার বেছে নিলো দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

Read More: “স্বর্ণযুগের অবসান…”, বিরাট কোহলির অবসর ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বিদায় বার্তা ভক্তদের !!

ফিরবেন না দিল্লির তারকা পেসার-

IPL 2025: মিচেল স্টার্কের বদলি ক্রিকেটার খুঁজে পেলো দিল্লি, এই কিংবদন্তি বাকি মরসুম জুড়ে করবেন তান্ডব !! 2
Mitchell Starc | Images: Getty Images

মিচেল স্টার্ক (Mitchell Starc) বর্তমানে বিশ্বের অন্যতম সফল তারকা পেসার। গত বছর কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। টুর্নামেন্টের ফাইনালে স্টার্ক ‘ম্যাচ অফ দ্যা ম্যাচ’ হন। অন্যদিকে এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামের আগে কেকেআর এই অস্ট্রেলিয়ান তারকাকে ছেড়ে দিলে দিল্লি ক্যাপিটালস (DC) ১১.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়ে আসে। ২০২৫ আইপিএলেও মিচেল স্টার্ক বল হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন। তিনি ১২ ম্যাচের মধ্যে ১৪ টি উইকেট সংগ্রহ করে দিল্লিকে প্লে অফের দৌড়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আইপিএল স্থগিত হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে মিচেল স্টার্ক (Mitchell Starc) অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। এই তারকা পেসার সরাসরি সংবাদমাধ্যমকে কিছু না জানালেও তার ম্যানেজার জানিয়েছেন স্টার্ক ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে আর ভারতে ফিরে যাবেন না।

দিল্লিতে আসছেন জেমস অ্যান্ডারসন-

IPL 2025: মিচেল স্টার্কের বদলি ক্রিকেটার খুঁজে পেলো দিল্লি, এই কিংবদন্তি বাকি মরসুম জুড়ে করবেন তান্ডব !! 3
James Anderson | Images: Getty Images

মিচেল স্টার্ককে (Mitchell Starc) আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য দিল্লি ক্যাপিটালস (DC) পাবে না বলেই ধরে নিয়েছে। এর ফলে তারা ইতিমধ্যেই ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের (James Anderson) সঙ্গে যোগাযোগ করেছে। খুব সম্ভবত তিনি বাকি আইপিএল মরসুমে মিচেল স্টার্কের বদলে দায়িত্ব পালন করবেন। ৪২ বছর বয়সী ইংলিশ তারকা জেমস অ্যান্ডারসন (James Anderson) এই বছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন। তার প্রাথমিক মূল্য ছিল ১.২৫ কোটি টাকা। উল্লেখ্য জেমস অ্যান্ডারসন (James Anderson) ১৮৮ টি টেস্ট ম্যাচে ৭০৪ টি উইকেট সংগ্রহ করে এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন। গত বছর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অ্যান্ডারসন।

Read Also: রোহিতের উত্তরসূরি বেছে নিলো BCCI, ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করবেন এই তরুণ তুর্কি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *