রাসেলের ঘাটতি মেটাতে জাকের আলীকে নিচ্ছে KKR, আইপিএলে চালাবেন ব্যাটিং তান্ডব !! 1

ওয়েস্ট ইন্ডিজের অসংখ্য তারকা ক্রিকেটার বিশ্ব জুড়ে চলা বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে থাকেন। আইপিএলেও আন্দ্রে রাসেল (Andre Russell), সুনীল নারিনের (Sunil Narine) মতো অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম মুখ হিসাবে পরিচিত হয়ে উঠেছেন। তবে নাইট কর্মকর্তারা রাসেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবার ছিন্ন করল। মিনি নিলামের আগেই এই তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছেন তারা। ফলে তার মতো দলে নতুন ফিনিশার আনার জন্য প্রস্তুতি শুরু করেছেন কর্মকর্তারা। এবার বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় মুখকে নাইটদের জার্সিতে দেখতে পাওয়া যাবে বলে খবর সামনে এসেছে।

Read More: “শামিকে দলে নাও..”, SA’এর বিপক্ষে হারের পর গম্ভীরকে পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলী !!

সম্পর্ক শেষ করল কলকাতা-

Ipl 2025
Andre Russell | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের ইতিহাসে তিনবার ট্রফি জয় করেছে। তার মধ্যে দলের ২০১৪ এবং ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আন্দ্রে রাসেল গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই নিজের দক্ষতার পরিচয় দিয়ে ভক্তদের মন জয় করে নেন। নিচের দিকে ব্যাট করতে নেমে করা তার বিধ্বংসী ইনিংস বিপক্ষদের চাপের মুখে ফেলে দিত। অন্যদিকে বল হাতে গুরুত্বপূর্ণ‌ সময় হয়ে উঠতেন দলের ভরসা।

এই টুর্নামেন্টে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৭৪’এর ওপর। ১৪০ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ২৬৫১ রান। এছাড়াও সংগ্রহ করেছেন ১২৩ টি উইকেট। ফলে তার জায়গায় বিকল্প ক্রিকেটার নিয়ে আসা কর্মকর্তাদের জন্য যথেষ্ট কঠিন বিষয়। এর সঙ্গেই রাসেলকে ছেড়ে দেওয়ায় অনেক ক্রিকেট ভক্ত বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি একবার মন্তব্য করেছিলেন যে, “আমি অবসর নেওয়ার আগে পর্যন্ত নাইট রাইডার্সের সঙ্গে খেলতে চাই।” শেষ পর্যন্ত এই আবেগের দাম দেয়নি ফ্র্যাঞ্চাইজি।

KKR’এ আসছেন জাকের আলী-

রাসেলের ঘাটতি মেটাতে জাকের আলীকে নিচ্ছে KKR, আইপিএলে চালাবেন ব্যাটিং তান্ডব !! 2
Jaker Ali | Image: Getty Images

এই মুহূর্তে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস (Liton Das)। কিন্তু জাকের আলীকেও (Jaker Ali) এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাতে দেখা গেছে। তিনি এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) বেশ কিছু ম্যাচে টাইগার বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাকে জাতীয় দলের হয়ে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল। বিশেষ করে ফিনিশার হিসেবে জাকের আলী নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। ফলে সূত্র অনুযায়ী এইরকম একজন ফিনিশারকে দলে আনার জন্য আলোচনা শুরু করেছেন নাইট কর্মকর্তারা।

কেকেআর কুইন্টন ডি কক (Quinton de Kock), লুভনিথ সিসোদিয়া (Luvnith Sisodiya) এবং রহমাউল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) মতো উইকেটকিপারকে দল থেকে ছেড়ে দিয়েছে। ফলে বাংলাদেশের ‌এই তারকা ক্রিকেটার দলে এলে উইকেটকিপার হিসেবেও দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান (Sakib Al Hasan), লিটন দাসের (Liton Das) মতো ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা গেছে। ফলে জাকের আলী জায়গা পেলে অবাক হ‌ওয়ার মতো বিষয় হবে না।

Read Also: বাদ শুভমান গিল, SA’এর বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন বিরাট কোহলির প্রিয় বন্ধু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *