হেড কোচের পর এবার দল ছাড়লেন CEO, আইপিএলের আগেই মাথায় হাত এই ফ্র্যাঞ্চাইজির !! 1

আসন্ন আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই একেরপর এক কোচের বিদায়ের কথা সামনে উঠে আসছে। প্রথমেই, কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এমনকি, কেকেআরের বোলিং কোচ ভরত অরুণও নাইট রাইডার্স দল ছেড়ে দিয়েছেন। অন্যদিকে ২০২৪ সালে ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে রাজস্থান রয়্যালস রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) শামিল করা হয়েছিল। তবে, তিনিও প্রথম মৌসুমের পর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। দ্রাবিড় কেন তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তা এখনও স্পষ্ট জানা যায়নি।

বেশ কয়েক মাস ধরে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের চেন্নাই যোগ নিয়ে বেশ চর্চা চলছিল। তবে, দ্রাবিড় প্রধান কোচের ভূমিকা কেন ত্যাগ করেছেন তা এখনও জানা সম্ভব হয়নি। এবার দ্রাবিড়ের পর আর এক রাজস্থানের সদস্য রাজস্থান রয়্যালসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করলেন। সূত্রের দাবি, রাজস্থান রয়্যালস থেকে ভারতের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর এখন সিইও জ্যাক লুশ ম্যাকক্রামও বিদায় নিয়েছেন। ২০০৮ সালে প্রথম সংস্করণে শিরোপা জয়ের পর গত ১৬ বছরে রাজস্থান রয়্যালসের সফলতার গল্পের থেকে অসফলতা বেশি। এবার একের পর এক দলের সদস্যরা দল ছেড়ে চলে যাচ্ছেন।

Read More: ছুপা রুস্তম শুভমান গিল, একসাথে ৩ নারীকে করছেন ডেটিং !!

দায়িত্ব ছাড়লেন দলের এই সদস্য

Ipl
Jake Lush Mccrum | Image: Getty Images

যদিও, ফ্রাঞ্চাইজি ছাড়ার সবথেকে বেশি জল্পনা থাকা অধিনায়ক সঞ্জু স্যামসন ফ্র্যাঞ্চাইজিতেই রয়ে গেলেন। অন্যদিকে, গত মরশুমের পর দলের বিপণন প্রধান দ্বিজেন্দ্র পরাশরও পদত্যাগ করেছেন। সূত্রের দাবি, ম্যাকক্রাম, যিনি রয়্যালসের পদমর্যাদার মধ্য দিয়ে, মাত্র ২৮ বছর বয়সে, অপারেশন উইং এবং সিইও পদে উন্নীত হয়েছিলেন, তিনি জয়পুর-ভিত্তিক দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জানা গিয়েছে, ম্যাকক্রাম তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়াধীন এবং অক্টোবরে তিনি পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় SA20 নিলামের মঞ্চে অনুপস্থিত ছিলেন। আইপিএল হোক কিংবা অন্য কোনো ফ্রাঞ্চাইজি লীগ, রাজস্থান রয়্যালস ভিত্তিক ফ্রাঞ্চাইজির নিলামে তাকে অবশ্যই দেখা যায়। তবে আজ তাঁর অনুপপস্থিতি অনেক কিছু জানিয়ে দিয়ে গেল। ফ্রাঞ্চাইজির এই ধারাবাহিক বিদায় রয়্যালস দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। স্পষ্টতই, গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নবম স্থানে সমাপ্ত হয়েছিল রাজস্থান রয়্যালসের অভিযান।

Read Also: ওপেনিংয়ে কনফার্ম সঞ্জু ও শুভমান, এশিয়া কাপে রিজার্ভ বেঞ্চেই থাকছেন অভিষেক শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *