যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ক্রিকেট বিশ্ব, বোর্ডকে লিখিত চিঠি দিলেন তারকা খেলোয়াড় !! 1

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ফাস্ট বোলার জাহানারা আলম আবার একবার খবরের শিরোনামে উঠে এসেছেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এই তারকা খেলোয়াড়। দলের বাইরে থাকলেও তাঁর একটি বয়ান তৎক্ষণাৎ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাক্তন নির্বাচক ও সাবেক বাংলাদেশি ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন জাহানারা। গত মাসে এক সাক্ষাৎকারে জাহানারা প্রথমবার প্রকাশ্যে জানান, ২০২২ সালের আইসিসি নারী বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত দু’জন কর্মকর্তা তার সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছিলেন। ওই অভিযোগে তিনি মঞ্জুরুল ইসলাম ও তৌহিদ মাহমুদের নাম উল্লেখ করেন।

বাংলাদেশ বোর্ডের কাছে লিখিত অভিযোগ জাহানারার

Bcb, বাংলাদেশ
Jahanara Alam | Image: Twitter

জাহানারার দাবি, তিনি বারবার আক্রমণাত্মক ব্যবহার ও অনাকাঙ্ক্ষিত মুহূর্তের শিকার হয়েছেন, যা মানসিক দিক থেকে তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁর এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে। যদিও, বোর্ড কর্তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনো আলোচনা চায়না বলেই জানিয়ে দিয়েছে। পাশাপশি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাহানারার লিখিত বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। বিসিবি এই ধরনের অভিযোগের ক্ষেত্রে ‘শূন্য-সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানিয়ে দিয়েছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি যেই পদেই থাকুন না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বোর্ড। বড় মাপের কর্মকর্তা কিংবা বোর্ডের কোনো সদস্য হলেও ছাড় পাবেন না তিনি।

Read More: ‘৬,৬,৬,৬,৬,৬..’, এশিয়া কাপের মঞ্চে যুবরাজের রেকর্ড ভেঙে চুরমার করলেন বৈভব সূর্যবংশী !!

জাহানারার আবেদনে সাড়া দিলো BCB

জাহানারা আলম, বাংলাদেশ
Jahanara Alam | Image: Twitter

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাহানারা আলম ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বিসিবির গঠিত তদন্ত কমিটির কাছে লিখিতভাবে নিজের বক্তব্য জমা দেন। শুরুতে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হলেও, জাহানারার অনুরোধে সেই সময়সীমা বাড়িয়ে ২০ ডিসেম্বর করা হয়। একাধিক সদস্য নিয়ে গঠিত এই তদন্ত কমিটি নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে বিষয়টি যাচাই করছে। পাশাপশি, বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “জাহানারা আলমের আইনজীবীর মাধ্যমে তাঁর বক্তব্যটি জমা পড়েছে। তদন্ত কমিটিও বিষয়টি নিশ্চিত করেছে।” জাহানারা অবশ্য এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন তিনি। গত বছর ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষবার দেখতে পাওয়া গিয়েছিল জাহানারাকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে তিনি ১২৮টি উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: রহস্যময়ীর সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন যুবরাজ, হ্যাজেল কিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে শুরু জল্পনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *