"পিরিয়ড শেষ হলে চলে আসিস..." বিশ্বকাপ শেষেই বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তারকা খেলোয়াড়ের !! 1

সপ্তাহের শুরুতেই সমাপ্ত হয়েছে মহিলা বিশ্বকাপ। প্রথম বারের জন্য বিশ্বকাপ খেতাব জয়লাভ করে ইতিহাস রচনা করলো টিম ইন্ডিয়া। প্রথম এশিয়ান মহিলা দল হিসেবে বিশ্বকাপ জিতলো ভারত। ভারতের মহিলা দলের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই এক ভয়াবহ অভিযোগে কেঁপে উঠেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট। দেশের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলম (Jahanara Alam) সম্প্রতি বিস্ফোরক অভিযোগ এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম-এর বিরুদ্ধে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই তিনি যৌন হেনস্তা ও অপমানের শিকার হয়েছেন – এমনকি বারবার জানানো সত্ত্বেও বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।

BCB কর্তার উপর বড় অভিযোগ জাহানারার

Bcb
Jahanara Alam | Image: Twitter

বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা জানান, এই ঘটনা শুরু হয়েছিল ২০২১ সালে। এক কর্মকর্তা বাবু ভাইয়ের মাধ্যমে তৎকালীন নির্বাচক তৌহিদ ভাই তাঁর সঙ্গে যোগাযোগ করেন, এবং এর পর থেকেই মঞ্জুরুল ইসলাম তাঁর প্রতি অশালীন আচরণ করতে থাকেন। বিষয়টি তিনি বোর্ডের সিইও-কে লিখিতভাবে জানান, কিন্তু অভিযোগটি “অভিযোগ পত্র” নয়, বরং “পর্যবেক্ষণ পত্র” হিসেবে উপস্থাপন করেছিলেন। মন্তব্য করে জাহানারা বলেছেন, “উনি আমার কাঁধের কাছে এসেছিলেন, তাঁর অভ্যাস হলো যে কোনও মেয়ের কাঁধ ধরা। সেভাবেই ও আমার কাঁধে হাত রেখেছিল। মঞ্জু ভাই আমাদের হাত ধরে নিজের বুকে চেপে ধরে রাখতেন। শক্ত করে ধরে রাখতেন যাতে আমরা কোনো কিছু করতে না পারি। তাছাড়া আমাদের কানের কাছে নিজের মুখ আনতেন, তিনি খুবই লম্বা তাই কানের কাছে ঝুঁকেই কথা বলতে পছন্দ করতেন। তাছাড়া তাঁর সুখ বা দুঃখের সময় তিনি আমাদের মাথা ধরে তাঁর বুকে চেপে ধরতেন। ক্যামেরার সামনেও এমন করেছেন।

Read More: ED’র খপ্পরে সুরেশ রায়না-শিখর ধাওয়ান, বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় বাজেয়াপ্ত হল ১১.১৪ কোটির সম্পত্তি !!

মন্তব্য করে তিনি আরও বলেছেন, “কিছু বিশ্বকাপ ম্যাচেও এগুলো দেখতে পাওয়া গিয়েছে। যখন আমরা করমর্দন করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতাম তখন তিনি সবাইকে ধরে তাঁর বুকে টানটাম। আমরা তখন দূর থেকেই হাত মেলাতাম। আমরা পর্দার আড়ালে এই কথা বলতে ভয় পেতাম। আমরা নিজেদের মধ্যে এসব নিয়ে আলোচনাও করতাম যে সে আসছে বুকে জড়িয়ে নিতে।” মহিলা ক্রিকেটারদের থেকে ঋতুচক্রের সময় জানতে চাইতেন তিনি। মন্তব্য করে জাহানারা আরও বলেছেন, “তিনি দলের একজন নির্বাচক, তা সত্ত্বেও তিনি কাছে এসে কাঁধে হাত রেখে, মাথার কাছে মুখ এনে বলবেন আজ তোমার মাসিকের কত দিন চলছে ? তিনি সরাসরি এই প্রশ্ন করতেন। তাঁর কাছে এই সংক্রান্ত তথ্য থাকতো। আইসিসির নির্দেশ অনুসারে আমাদের ক্লাস করানো ডাক্তার, ফিজিওথেরাপিস্ট বা ডাক্তার প্রতিটি দলের মাসিকের তারিখ সংগ্রহ করেন। এবং প্রতিটি আন্তর্জাতিক মহিলা দলের জন্য একটি অ্যাপ ব্যবহার করা হয়- যাতে কোনো সমস্যা তৈরি না হয়। এই সব রেকর্ড ফিজিওরা সবসময় রেখে দিত।

যৌন হেনস্থার অভিযোগ BCB আধিকারিকের নামে

"পিরিয়ড শেষ হলে চলে আসিস..." বিশ্বকাপ শেষেই বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তারকা খেলোয়াড়ের !! 2
Bangladesh Womens’ Cricket Team | Image: Twitter

ঋতুচক্র শেষ হলে আবার জানানোর কথা বলতেন মঞ্জুরুল ইসলাম। জাহানারা আরও জানিয়েছেন, “তাঁরই খুব মাথাব্যথা ছিল। বাধ্য হয়ে জবাব দিতাম। ধরুন বললাম পাঁচ নম্বর দিন চলছে। তখন তিনি উত্তরে বলবেন চতুর্থ দিনেই আমার সুস্থ হওয়া উচিত ছিল, এভাবে এতদিন কে থাকে ? আমি তাঁর মুখের দিকে তাকিয়ে বলতাম দুঃখিত, ভাইয়া, আমি বুঝতে পারিনি। জবাবে সে আবার বলবে, যখন তোমার পিরিয়ড শেষ হয়ে যাবে, আমাকে বলো, কারণ আমাকে আমার পক্ষেরও যত্ন নিতে হবে, তাই না? সে আরও বলল, বোঝার মতো খুব বেশি কিছু নেই। তোমার পিরিয়ড শেষ হয়ে গেলে, আমাকে বলো। তোমাকে আমার পক্ষেরও যত্ন নিতে হবে। তোমাকে এটা বুঝতে হবে।

Read Also: “পাকিস্তানকে শাস্তি আর ভারতকে….”, ICC’র সিদ্ধান্তে খুশি নন সাবেক পাকিস্তানি, জয় শাহকে নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *