ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য স্পিন বোলার রবীন্দ্র জাদেজা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। সম্প্রতি শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আইসিসির তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় তার উপর। দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে তিনি আইসিসির রুল ভঙ্গ করেন যার ফলে এই নিষেধাজ্ঞা।


আইসিসি এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় টেস্টের ম্যান অব দ্য ম্যাচ জাদেজা আইসিসির ২.২.৮ কোফ অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন আর এই কারনেই আগামী ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। শনিবার, ম্যাচ চলা কালীন সময় রবীন্দ্র জাদেজা ব্যাটসম্যান এর গায়ে বল ছুড়ে মারেন। ক্রিস বের না হওয়ার পরও বিনা কারনে বল ছুড়ে মারার কারনেই শাস্তি পেতে হচ্ছে জাদেজা কে।
এর আগে, নিজের ৩২তম টেস্টে এসে ১৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন জাদেজা। এতে জাদেজার পেছনে পড়ছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল জনসন। কারণ নিজের ৩৪তম টেস্টে ১৫০ উইকেট শিকার করেন তিনি। বিশ্বের ১৯তম ও ভারতের পঞ্চম বাঁ-হাতি বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট শিকার করলেন জাদেজা। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুত ১৫০ উইকেট শিকার করলেন তিনি। মাত্র ২৯ ম্যাচে ১৫০ উইকেট শিকার গড়ে এ রেকর্ড নিজের দখলে রেখেছেন ভারতের ডান-হাতি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
উল্লেখ্য যে, সম্প্রতি ঘোষিত হওয়া আইসিসি টেস্ট র্যাঙ্কিং বোলারদের মধ্যে ৮৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতীয় এই অফস্পিনার। জাডেজার ঠিক পরেই ৮৪৯ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে, এই স্থান দখল করার জন্য অশ্বিনের লড়াই ছিল শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি রঙ্গনা হেরাথের সঙ্গে। গত টেস্ট র্যাঙ্কিংয়ে অশ্বিনকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন হেরাথ। তবে, এ বার নিজের ঘূর্ণির মায়জালে অশ্বিনকে আটকাতে পারেননি হেরাথ। ৮২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। একই পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন জেমস অ্যান্ডারসন।