টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) ঘিরে বর্তমানে ক্রিকেট মহল উত্তাল হয়ে রয়েছে। বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর পাকিস্তানেও বয়কটের পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই ভারতীয় দল টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বর্তমানে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে তারা একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে ছন্দে রয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। তার আগেই এবার মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা করে আলোচনায় উঠে এলেন ভারতীয় তারকা ক্রিকেটার।
Read More: বিশ্বকাপের কোনো ম্যাচ সম্প্রচার করবে না বাংলাদেশ, ICC’এর চরম অপমানের দিচ্ছে জবাব !!
বিতর্কে ভারতীয় তারকা-

ক্রিকেট মাঠের বাইরে বিভিন্নভাবে নিয়ম ভঙ্গ করে অনেক সময় তারকা ক্রিকেটাররা আলোচনা উঠে আসেন। সম্প্রতিক সময় যশ দয়াল (Yash Dayal) নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আইনি জটিলতার মধ্যে পড়েছেন। এর মধ্যেই এবার প্রাক্তন ভারতীয় তারকা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্ৰেফতার হলেন। গণতন্ত্র দিবসের রাতে জ্যাকব মার্টিনের (Jacob Martin) বিরুদ্ধে অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।
এই প্রাক্তন তারকা ২৬ জানুয়ারির রাতে আড়াইটে নাগাদ গুজরাটের অ্যাকোটার পুনীতনগরে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পার্কিং লটে গিয়ে সজোরে ধাক্কা মারেন। এই ঘটনায় জ্যাকবের বিলাস বহুল গাড়ি সহ আরও তিনটে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চোট পান প্রাক্তন ব্যাটসম্যান।
আটক করেছে পুলিশ-

দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে মদ্যপ অবস্থায় জ্যাকব মার্টিনকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান যে এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে ভারতীয় তারকা ক্রিকেটার দায়ী। পুলিশ এসে পৌঁছালে তারাও বুঝতে পারেন যে জ্যাকব মদ্যপ অবস্থায় রয়েছেন। এরপরই নিয়ম ভঙ্গের অপরাধে তাকে গ্রেফতার করা হয়। তবে এই বিষয়ে ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগেও একাধিকবার বিতর্কে উঠে এসেছিলেন।পায়রাকে গুলি করে হত্যা সহ প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে জেল পর্যন্ত খেটেছিলেন জ্যাকব। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান ভারতের হয়ে ১০ ওডিআই ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ১৩৮ ম্যাচে ৯১৯২ রান সংগ্রহ করেছে।