"বিরাট ছাড়া কেউ হতেই পারেনা..." কিং কোহলিকে নিয়ে বড় বয়ান দিলেন জনপ্রিয় ইউটিউবার 1

Virat Kohli: বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), আপাতত ভারতীয় দল বেশ ভালো সূচনা দিয়েছে এই বিশ্বকাপের। প্রথম চারটি ম্যাচ জয়লাভ করে আপাতত টিম ইন্ডিয়া পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্ট জুড়েই বেশ দারুন পারফরমেন্স করছেন ভারতীয় প্লেয়াররা। তবে এই বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের নমুনা দেখাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। আপাতত এই বিশ্বকাপ জুড়ে কোহলি ২৫৯ রান বানিয়েছেন ও তার ঝুলিতে আছে ২ টি অর্ধশতরান ও একটি শতরান। অন্যদিকে, সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে বিরাট কোহলির ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে। তেমনই বিরাট কোহলির অন্যতম ভক্ত হলেন জনপ্রিয় আমেরিকান ইউটিউবার আইশোস্পিড (iShwoSpeed)। যিনি কিছুদিন আগেই ভারত ভ্রমণে এসেছিলেন।

দারুন ফর্মে রয়েছেন বিরাট

Virat kohli
Virat Kohli | Image: Getty Images

ভারতে এসে আহমেদাবাদে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচটি উপপভোগ করতে এসেছিলেন। যদিও তিনি বিরাটের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছিলেন আইশোস্পিড। তবে ক্রিকেটে তিনি বিরাটের যে অন্যতম বড় ভক্ত তার প্রমান দিয়েছেন। আইশোস্পিডের আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে ভারতের জনপ্রিয় ইউটিউবের পায়েল গেমিং’এর সাথে কঠিপকথন করতে। সেসময় পায়েলকে তিনি জিজ্ঞাসা করেন কে পৃথিবীর সেরা ব্যাটসম্যান ? মন্তব্য করে পায়েল বলেন, “বিরাট কোহলি হতে পারে…” তখন আইশোস্পিড বিরাটের একটি কার্টুন মূর্তি পায়েলের সামনে নিয়ে আসে ও দেখায় ইনি হলেন পৃথিবীর সেরা ব্যাটসম্যান, আর তিনি হলেন বিরাট কোহলি।

Read More: Virat Kohli: “কোহলির থেকে শিখুক বাবর…” পাকিস্তান অধিনায়ককে সোশ্যাল মিডিয়ায় বিঁধলেন হরভজন সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *