ক্রিকেটারদের মধ্যে সবথেকে চর্চার পাত্র হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নাতাশার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এক মাস আগেই, তবে ২০২৪ সালের আইপিএল চলাকালীন হার্দিক ও নাতাশার সম্পর্কে ফাটলের খবর প্রকাশ্যে এসেছিল। আপাতত তাদের সন্তান অগস্ত্য আপাতত দেশের বাইরে তার মায়ের সাথেই রয়েছে। হার্দিক ও নাতাশার মধ্যে সম্পর্কের ফাটল ঘটে ২০২৩ সালের বিশ্বকাপের সময় থেকে। যদিও ওডিআই বিশ্বকাপ চলাকালীন হার্দিক পান্ডিয়া গুরুতর চোট পেয়েছিলেন এবং পুরো টুর্নামেন্ট থেকেই তিনি ছিটকে গিয়েছিলেন।
নাতাশার সাথে বিচ্ছেদ হয়েছে পান্ডিয়ার
কঠিন সময়ের মধ্যে হার্দিকের স্ত্রী নাতাশা যখন তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে ‘পান্ডিয়া’ পদবিটা সরিয়ে দেন। তখন জল্পনা আরও বেড়ে যায়। আইপিএল চলাকালীন রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার কারণে হার্দিক পান্ডিয়াকে বেশ ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল। যদিও সেই সময়ে হার্দিকের পাশে দাঁড়াননি নাতাশা, বরং তিনি হার্দিকের সঙ্গে সমাজ মাধ্যমে তোলা সমস্ত ফটো আস্তে আস্তে সরিয়ে দিতে শুরু করেন। এরপর ২০২৪ সালের বিশ্বকাপ জেতা মাত্রই হার্দিক পান্ডিয়া তার সমাজ মাধ্যমে ভক্তদের তার বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন।
Read More: “ভারতকে নকল করো…” পাকিস্তান ক্রিকেট দল’কে একহাত নিলেন ক্ষুব্ধ প্রাক্তনী !!
হার্দিকের প্রেমে পাগল ঈশিতা
এরই মধ্যে অভিনেত্রী ঈশিতা রাজ হার্দিক কে নিয়ে ভালোবাসার কথা স্বীকার করলেন। ঈশিতার জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ১২ই জুলাই, পেশায় তিনি একজন অভিনেত্রী। ‘প্যায়ার কা পাঞ্চনামা’, ‘সোনু কি টিটু কি সুইটি’র মতো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এক সংবাদমাধ্যমে তিনি ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে তাঁর পছন্দের খেলোয়াড় বলেও জানিয়ে দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, তিনি নিয়মিত ক্রিকেট দেখেন। এমনকি পান্ডিয়াকে (Hardik Pandya) প্রপোজ করতেও কোনো দ্বিধাবোধ করেননি ঈশিতা। যদিও হার্দিকের পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি।
এই মুহূর্তে হার্দিকের নাম জড়িয়েছে ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে। একটি রেস্তোরাঁয় তাদের ছবি বেশ ভাইরাল হয়েছে। হার্দিক ও নাতাশার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে হার্দিক নিজের মতন জীবন কাটাতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার পরে তিনি ছুটি কাটাতে বিদেশ ভ্রমণ করেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনি বিদেশে রয়েছে। তাকে দলীপ ট্রফি বা চলতি বুচি বাবু টুর্নামেন্টও খেলতে দেখা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আবার প্রত্যাবর্তন হতে পারে হার্দিক পান্ডিয়ার।