ishita-raj-confesses-love-for-hardik

২০২০ সালে সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের (Natasa Stankovic) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অগস্ত্য নামে এক পুত্রসন্তানও রয়েছে তাঁদের। সুখের সংসারে ভাঙনের ইঙ্গিত মেলে গত বছরের মে মাসে। আইপিএল চলাকালীন বেশ চাপের মধ্যে ছিলেন হার্দিক। তাঁকে অধিনায়ক হিসেবে মেনে নিতে না পেরে তীব্র আক্রমণ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের একটা বড় অংশ। ফর্ম সমস্যাতেও ভুগছিলেন তিনি। কঠিন সময়ে একবারের জন্যও তাঁর পাশে দেখা যায় নি স্ত্রী নাতাশাকে। এরপর জুনে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। ছন্দে ফিরে দেশকে ট্রফি এনে দেন হার্দিক (Hardik Pandya)। কিন্তু তখনও নিশ্চুপই ছিলেন তাঁর স্ত্রী। অবশেষে জুলাই মাসের গোড়ায় একটি বিবৃতি প্রকাশ করে যৌথ পথচলায় ইতি টানার ঘোষণা করেন তাঁরা। চার বছরের দাম্পত্যের পর নেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

Read More: অভিষেক ম্যাচেই কামাল করলেন হার্ষিত রানা, এক ওভারেই তুলে নিলেন জোড়া উইকেট !!

হার্দিকের ‘লাভ লাইফ’ থেকেছে চর্চায়-

Hardik Pandya and Ananya Pandey | Image: Twitter
Hardik Pandya and Ananya Pandey | Image: Twitter

সরকারী ভাবে নাতাশা স্ট্যাঙ্কোভিচের (Natasa Stankovic) সাথে বিচ্ছেদ ঘোষণার আগে থেকেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) জীবনে নতুন নারীদের পদ সঞ্চারণা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। বলিউডের প্রথম সারির নায়িকা অনন্যা পাণ্ডের সাথে দিনকয়েকের জন্য নাম জুড়েছিলো তাঁর। গত জুনে ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে মুম্বইতে ভীড় জমিয়েছিলেন গোটা দুনিয়ার তাবড় সেলিব্রিটিরা। ছিলেন কিম কার্দাশিয়ান, জন সিনা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো থেকে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন’ও। সেই বিয়ের অনুষ্ঠানে এক সঙ্গে দেখা গিয়েছিলো হার্দিক (Hardik Pandya) ও অনন্যাকে (Ananya Pandey)। ডান্স ফ্লোরেও একসাথে কোমর দুলিয়েছিলেন তাঁরা। ভিডিও সামনে আসতেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন নেটজনতা। যদিও পরে এই নিয়ে মুখ খোলেন নি হার্দিক বা অনন্যা কেউই।

ব্রিটিশ গায়িকা ও নায়িকা জেসমিন ওয়ালিয়ার (Jasmine Walia) সাথেও হার্দিকের সম্পর্কের ‘গন্ধ’ পেয়েছিলেন উৎসাহী নেটজনতার একাংশ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর দিনকয়েকের বিরতি নিয়েছিলেন তারকা অলরাউন্ডার। সেই সময় গ্রীসের মিকোনোসে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। যে রিসর্টটিতে ছিলেন তিনি, ঘটনাচক্রে সেই একই রিসর্টে ছুটি কাটাচ্ছিলেন জেসমিন’ও। যে ছবিগুলি হার্দিক (Hardik Pandya) নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তার সাথে মিল ছিলো জেসমিনের পোস্ট করা ছবিগুলির। সেই সূত্র ধরে ফের শুরু হয় গুঞ্জন। যদিও হার্দিক-জেসমিন সম্পর্কেরও সত্যতা প্রমাণিত হয় নি। গত কয়েক মাসে ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালেই রেখেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছেন। এমনকি বরোদার হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেট’ও।

বলিউড অভিনেত্রীর পছন্দের তালিকায় হার্দিক-

Hardik Pandya and Ishita Raj | Image: Twitter
Hardik Pandya and Ishita Raj | Image: Twitter

নাতাশার সাথে বিচ্ছেদের পর জীবনের বাইশ গজে আদৌ নয়া ইনিংস শুরু করবেন হার্দিক (Hardik Pandya)? এই নিয়ে কৌতূহলে বিন্দুমাত্র ভাটা পড়ে নি গত কয়েক মাসে। এই আবহেই তারকা অলরাউন্ডারের প্রতি নিজের ‘ভালোবাসা’ ব্যক্ত করলেন ‘প্যার কা পঞ্চনামা’, ‘সোনু কি টিটু কি স্যুইটি’, ‘ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব’ খ্যাত নায়িকা ঈশিতা রাজ (Ishita Raj)। ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলি ডিভা জানিয়েছেন, “ও (হার্দিক) একজন দুর্দান্ত অলরাউন্ডার। ওকে ব্যাট করতে দেখতে ভালো লাগে। আমি ওকে ভালোবাসি। ও সত্যিই অন্যতম সেরা ক্রিকেটার।” এমনকি হার্দিকের উপর তাঁর যে ‘ক্রাশ’ রয়েছে তাও স্বীকার করে নেন ঈশিতা। তাঁর স্বীকারোক্তির পর নয়া সমীকরণের গুঞ্জন শুরু হয়েছে হার্দিক অনুরাগীদের মধ্যে। যদিও এই নিয়ে এখনও কোনো মন্তব্য করেন নি ক্রিকেট তারকা স্বয়ং। এই মুহূর্তে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত।

Also Read: IND vs ENG 1st ODI: ৬, ৪, ৬, ৪, ৬…অভিষেকেই ধরাশায়ী হর্ষিত রাণা, নাগপুরের বাইশ গজে তাণ্ডব ফিল সল্টের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *