IPL 2025: নতুন দলে নতুন ছন্দে কামব্যাক করবেন‌ ইশান্ত, কাঁপুনি ধরাবেন ব্যাটসম্যানদের !! 1

IPL 2025: আইপিএলের মঞ্চ ক্রিকেটারদের অন্যতম গুরুত্বপূর্ণ মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। এই টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা অভিজ্ঞ ক্রিকেটাররাও দুরন্ত পারফর্মেন্স করে আলোচনায় উঠে আসেন। এই বছর আইপিএলেও (IPL 2025) আমরা একাধিক অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখবো যারা দীর্ঘদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। ইশান্ত শর্মা (Ishant Sharma) তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম। গত বছর তিনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন। এবার নতুন দলের হয়ে ইশান্ত শর্মা (Ishant Sharma) বল হাতে তান্ডব করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

কামব্যাক করতে চলেছেন ইশান্ত-

IPL 2025: নতুন দলে নতুন ছন্দে কামব্যাক করবেন‌ ইশান্ত, কাঁপুনি ধরাবেন ব্যাটসম্যানদের !! 2
Ishant Sharma | Image: Getty Images

অভিজ্ঞ তারকা পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma) জাতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন। কিন্তু ২০২১ সালের পর থেকে তিনি ভারতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। তবে গত বছর দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মাঠে নেমে যে কয়েকটি ম্যাচে এই দিল্লির পেসার অংশগ্রহণ করেছিলেন তাতেই নিজের পুরনো ঝলক দেখিয়েছেন ইশান্ত। এই বছর মেগা নিলামের মাধ্যমে গুজরাট টাইটান্সে (Gujarat Titans) যোগ দিয়েছেন তিনি। এই দিল্লির তারকাকে ৫০ লক্ষ টাটার বিনিময়ে সই করিয়েছে গুজরাট (GT) । উল্লেখ্য গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ইশান্ত (Ishant Sharma) ৯ ম্যাচে ১০ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এমনকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) উইকেটও তিনি তুলে নেন। ফলে গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহেরা (Ashish Nehra) এই বছর ইশান্তকে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন।অন্যদিকে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার সম্ভবত আর মাত্র কয়েকটি আইপিএল মরসুমে সুযোগ পাবেন। তাই আসন্ন আইপিএলে (IPL 2025) বল হাতে আবারও পুরনো ছন্দে ফিরে আসতে পারেন ইশান্ত।

Read More: IPL 2025: এই ৩ টি গুরুত্বপূর্ণ কারণে আসন্ন আইপিএলে এবার হায়দ্রাবাদের হাতে উঠতে চলছে ট্রফি !!

অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা-

IPL 2025: নতুন দলে নতুন ছন্দে কামব্যাক করবেন‌ ইশান্ত, কাঁপুনি ধরাবেন ব্যাটসম্যানদের !! 3
Ishant Sharma and Virat Kohli | Image: Getty Images

এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), ডেকান চার্জার্স‌ (বর্তমান সানরাইজার্স হায়দ্রাবাদ)-এর হয়ে খেলেছেন। এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত ১১০ ম্যাচে ৯২ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও জাতীয় দলের হয়ে বিশেষ করে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ইশান্ত (Ishant Sharma) নিজের অবদান রেখেছেন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১০৫ টেস্ট ম্যাচে ৩১১ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। এছাড়াও একদিনের ক্রিকেটে ৮০ ম্যাচে ১১৫ টি উইকেট আছে এই তারকা পেসারের। তবে ২০২১ সালের পর থেকে আর জাতীয় দলে জায়গা পাননি ইশান্ত শর্মা (Ishant Sharma)। এমনকি ভবিষ্যতেও তার ভারতীয় দলে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Also Read: IPL 2025: অধিনায়ক বদলের সিদ্ধান্ত দিল্লী ক্যাপিটালসের, নতুন মুখেই আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *