ishans-ton-puts-kl-rahul-in-jeopardy

চলছে দলীপ ট্রফির (Duleep Trophy) লড়াই। প্রথম রাউন্ডের শেষে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত-বি ও ভারত-সি। জয় পেয়েছে দুই পক্ষই। ভারত-বি বেঙ্গালুরুর মাঠে হারিয়েছে ভারত-এ’কে। আর অন্ধ্রপ্রদেশের অবন্তীপুরের বাইশ সজে ভারত-সি জয় ছিনিয়ে নিয়েছে ভারত-ডি’এর বিরুদ্ধে। আজ থেকে শুরু হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ। ভারত-ডি বনাম ভারত-এ লড়াই চলছে অবন্তীপুরে। আর চিন্নাস্বামীর বাইশ গজে সম্মুখসমরে ফর্মে থাকা দুই শিবির-ভারত-সি ও ভারত-বি। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত-সি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। প্রাথমিক সমস্যা কাটিয়ে আপাতত পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছে তারা। ব্যাট হাতে দলের সাফল্যে বড় ভূমিকা নিয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)।

Read More: বাংলাদেশের এই ক্রিকেটারের থেকে সাবধান থাকতে হবে ভারত’কে, একাই বদলে দিতে পারেন ম্যাচের মোড় !!

দলীপ ট্রফিতে দুর্দান্ত শতরান ঈশানের-

Ishan Kishan | Duleep Trophy | Image: Twitter
Ishan Kishan | Duleep Trophy | Image: Twitter

গত কয়েকটা মাস খুব একটা ভালো কাটে নি ঈশান কিষণের (Ishan Kishan)। ঝাড়খণ্ডের তরুণ তুর্কি গত বছরের ডিসেম্বরে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে। কিন্তু দেশে ফিরে দুবাইতে বর্ষবরণের পার্টিতে যোগ দেওয়া, একটি বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেওয়ার মত তাঁর বেশ কিছু কার্যকলাপ ভালো চোখে দেখেন নি বোর্ড কর্তারা। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় ঈশান (Ishan Kishan) ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার নির্দেশ অমান্য করায়। শাস্তিস্বরূপ বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েন তিনি। গোটা ২০২৪ সালে ভারতের জার্সিতে একটি ম্যাচেও দেখা যায় নি তাঁকে। খেলেছিলেন কেবল আইপিএল। অবশেষে বরফ গলে মাসখানেক আগে। বুচি বাবু টুর্নামেন্টে খেলার ঘোষণা করেন ঈশান।

তামিলনাড়ুর মাঠে বুচি বাবু টুর্নামেন্টে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শতরান করে আশা জাগিয়েছিলেন ঈশান। তাঁকে দলীপ ট্রফিতে (Duleep Trophy) ভারত-ডি দলের স্কোয়াডে রাখা হয়েছিলো। কিন্তু বিধি বাম। ফের চোট পান তিনি। খেলতে পারেন নি প্রথম রাউন্ড। অবশেষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভারত-সি’র জার্সি গায়ে মাঠে নেমে বাজিমাত করলেন তিনি। চিন্নাস্বামীর মাঠে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। প্রথমে রজত পতিদার ও পরে বাবা অপরাজিতের (Babar Aparajith) সাথে জুটি বেঁধে দুর্দান্ত ব্যাটিং করেন। লাল বলের ফর্ম্যাটেও ওডিআই-এর মতই দ্রুত রান তুলতে দেখা যায় তাঁকে। মুকেশ কুমার, নভদীপ সাইনি, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দরদের সামলেছেন অবলীলায়। মুকেশ কুমারের বলে শেষমেশ আউট হওয়ার আগে ১২৬ বলে করেন ১১১ রান। ইনিংস সাজিয়েছেন ১৪টি চার ও ৩ ছক্কায়।

আহত ঋতুরাজ, চালকের আসনে ভারত-সি-

Ruturaj Gaikwad and B. Sai Sudharsan | Duleep Trophy | Image: Twitter
Ruturaj Gaikwad and B. Sai Sudharsan | Duleep Trophy | Image: Twitter

দিনের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে হয়েছিলো ভারত-সি শিবির’কে। ওপেন করতে নেমে চোট পান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারের প্রথম ডেলিভারিটিকে বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় বলটিতে একটি ‘সিঙ্গল’ নিতে গিয়ে গোড়ালি মচকে যায় তাঁর। আর খেলা চালিয়ে যেতে পারেন নি তিনি। আহত ও অবসৃত হয়ে মাঠ ছাড়েন। ক্যাপ্টেনকে হারিয়েও অবশ্য হতদ্যম হয়ে পড়ে নি ভারত-সি। প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন সাই সুদর্শন (B. Sai Sudharsan) ও রজত পতিদার। তামিলনাড়ু’র সাই করেন ৬৭ বলে ৪৩ রান। মধ্যপ্রদেশের পতিদার করেন ৪০। ঈশানের ধুন্ধুমার শতরানের পাশাপাশি নজর কেড়েছেন বাবা অপরাজিত’ও। করেছেন ৭৮। প্রতিবেদন লেখার সময় অবধি ভারত-সি’র স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৩২২ রান। ক্রিজে রয়েছেন অভিষেক পোড়েল ও অংশুল কম্বোজ।

Also Read: আহত ঋতুরাজ গায়কোয়াড়, ম্যাচের দ্বিতীয় বলেই মাঠ ছাড়লেন ভারত-সি অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *