কিংস ইলেভেন পাঞ্জাব কেএল রাহুল জোর দিয়ে বলেছেন যে চলতি আইপিএলে ইশান পোড়েল অত্যন্ত একটি ম্যাচ খেলবেই।দলের প্রথম একাদশের পেসারদের এমন ভরাডুবি অবস্থার পরেও কেনো খেলিয়ে দেখা হচ্ছে না ইশান’কে, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
চলতি আইপিএল শুরুর আগে ইশান গত রঞ্জি ট্রফির মরসুমে যে পারফর্ম করেছিলেন তার উল্লেখযোগ্য। ২০১৮ সালে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ইশান ১৪০ কিলোমিটার বেগে বোলিং করার ক্ষমতা রাখে।
এই বছরের শুরুতে, তিনি বাংলাকে ২০১৯-২০ রঞ্জি ট্রফির ফাইনালে উঠতে সহায়তা করেছিলেন। ২০২০ সালের ভারতের ‘এ ‘ দলের হয়ে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তিনটি খেলায় আটটি উইকেট নিয়েছিলেন ।
২২ বছর বয়সী এই খেলোয়াড় বৃহস্পতিবার আইপিএল অভিষেকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। কেএল রাহুল বৃহস্পতিবার বলেছিলেন যে তিনি ‘কোনও না কোনও সময়ে’ একটি খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে যাবেন।এই পেসারের প্রশংসা শোনা গেছে রাহুলের মুখে।
” নেটে সত্যিই দুর্দান্ত বোলিং করেছে ও। ওর বোলিং মুগ্ধ করেছে আমায়,প্রথম শ্রেণির মরসুমে দুর্দান্ত বোলিং করেছে ”সানরাইজার্স হায়দ্রাবাদের ” কাছে হারের পরে এমনটাই জানিয়েছেন রাহুল।
“দলে কিছু চমকপ্রদ ক্রিকেটার আছে
তাদের একজন হলেন ইশান।ও নিশ্চয়ই এই মরসুমে অন্তত একটি ম্যাচ খেলবে ” এদিন আরও বলেন তিনি।
গতকাল সানরাইজার্সের হায়দ্রাবাদের কাছে ৬৯ রানে হেরে গেছে রাহুল’রা।এই নিয়ে মরসুমের পন্চম হারের মুখ দেখলো রাহুলের দল।