গোটা বছর জুড়েই সংবাদমাধ্যমের চর্চায় রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে তাঁর দেশে ফিরে আসা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর কখনও বোর্ডকে না জানিয়ে দুবাইতে বর্ষবরণের পার্টিতে যোগ দেওয়া আবার কখনও বেসরকারী টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেওয়ার মত ঘটনার কারণে বোর্ডের রোষানলে পড়তে হয়েছে তাঁকে। ২০২৪-এর গোড়ার দিকে ঈশানকে (Ishan Kishan) ঘরোয়া ক্রিকেট খেলতে নির্দেশ দিয়েছিলো বোর্ড। কিন্তু রাজী হন নি তিনি। শুরু করে দিয়েছিলেন আইপিএলের প্রস্তুতি। ‘অবাধ্য’ ক্রিকেট তারকার কর্মকাণ্ড বরদাস্ত করে নি বিসিসিআই। তাঁকে ছেঁটে ফেলা হয় কেন্দ্রীয় চুক্তি থেকে। একইসাথে জাতীয় দলের দরজাও বন্ধ করে দেওয়া হয় ঈশানের জন্য। ২০২৪ সালে এখনও অবধি একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান নি তিনি।
Read More: গম্ভীর জমানায় নড়বড়ে টিম ইন্ডিয়া, বড়সড় লজ্জার সম্মুখীন রোহিত-বিরাট’রা !!
দীর্ঘ ‘ঠাণ্ডা যুদ্ধ’-এর পর অবস্থার উন্নতির আভাস মেলে অগস্ট মাসে। তামিলনাড়ুতে বুচি বাবু টুর্নামেন্ট খেলবেন বলে জানান ঈশান কিষণ (Ishan Kishan)। সেখানে প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শতরান’ও করেন তিনি। এরপর দলীপ ট্রফির দলেও রাখা হয়েছিলো তাঁকে। প্রথমে ভারত-ডি’র হয়ে খেলার কথা থাকলেও পরে ভারত-সি’র হয়ে মাঠে নেমেছিলেন ঈশান। দলীপ ট্রফিতেও শতরান করেন তিনি। এরপর সুযোগ আসে ইরানী কাপে (Irani Cup)। আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের লক্ষ্যে রঞ্জি খেলতেও রাজী হন ঝাড়খণ্ড তারকা। ইতিমধ্যে চলতি মরসুমে দুটি ম্যাচ খেলেছেন তিনি। একটি শতরান’ও করেছেন রেলওয়েজের বিরুদ্ধে। বিসিসিআই-এর সাথে এই মুহূর্তে ঈশানের (Ishan Kishan) দূরত্ব কমছে ধীরে ধীরে। তবে এখনও যে পুরোপুরি মেটে নি তার প্রমাণ মিলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে তিনি জায়গা না পাওয়ায়।
ঈশান (Ishan Kishan) বনাম বিসিসিআই যুদ্ধে আচমকাই ক্রিকেট তারকার মুশকিল আসান হয়ে দেখা দিতে পারেন তাঁর বাবা প্রণব পাণ্ডে (Pranav Pandey)। বিহারের পাটনায় থাকেন তিনি। ‘বিল্ডার’ হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। এবার রাজনীতির মঞ্চেও পা রাখছেন তিনি। বিহারের শাসক দল জনতা দল ইউনাইটেডে যোগদান করার কথা তাঁর। সূত্রের খবর যে রবিবারই জনতা দল ইউনাইটেডে আনুষ্ঠানিক ভাবে যোগ দেবেন প্রণব ও তাঁর অনুগামীরা। দলের শীর্ষনেতৃত্বের তরফ থেকে সঞ্জয় ঝা (Sanjay Jha) তাঁর হাতে সদস্যপদ তুলে দিতে পারেন। আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। এলাকায় প্রভাবশালী বলে পরিচিত প্রণব’কে নওয়াবা বা ওবরা কেন্দ্রে নীতিশ কুমারের (Nitish Kumar) দল প্রার্থী করতে পারে বলে জোর গুঞ্জন বিহারের রাজনৈতি মহলে।
ঈশান কিষণের (Ishan Kishan) বাবা জেডি(ইউ) দলে যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রে তৃতীয় মোদী সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছে নীতিশ কুমারের দল। ভারতীয় জনতা পার্টির (BJP) জোটসঙ্গী তারা। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে ঈশানকে টিম ইন্ডিয়ায় ফেরানোর ব্যপারে তদ্বির করতে পারেন প্রণব, মনে করছেন ক্রিকেটজনতার একটা বড় অংশ। অমিত শাহ আবার বর্তমান বিসিসিআই সচিব জয় শাহের (Jay Shah) পিতা। তিনি অনুরোধ করলে জয় শাহের হস্তক্ষেপে ঈশান (Ishan Kishan) বনাম বিসিসিআই ঠাণ্ডা যুদ্ধে যবনিকা পড়তে পারে বলে ধারণা। আগামী বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল, রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফর। রাজনৈতিক হস্তক্ষেপে সেই টুর্নামেন্ট ও সিরিজগুলিতে ঈশান’কে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।